ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

জোকোভিচকে হারিয়ে ফাইনালে নাদাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, মে ১৩, ২০১৭
জোকোভিচকে হারিয়ে ফাইনালে নাদাল জোকোভিচকে হারিয়ে মাদ্রিদ ওপেনের ফাইনালে নাদাল/ছবি: সংগৃহীত

নোভাক জোকোভিচের বিপক্ষে হারের ঘোরের সমাপ্তি টানলেন রাফায়েল নাদাল! টানা সাত ম্যাচ পর পেলেন জয়ের দেখা। মাদ্রিদ ওপেনে দুই সাবেক বিশ্বসেরার মধ্যকার হাইভোল্টেজ সেমিফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সে জোকোভিচকে সরাসরি সেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছেন স্প্যানিশ টেনিস আইকন।

প্রতিযোগিতামূলক ম্যাচে পঞ্চাশবারের মতো মুখোমুখি হন দু’জন। ২০১৪ ফ্রেঞ্চ ওপেনের ফাইনালের পর এ প্রথম জোকোভিচের বিপক্ষে জয় নিয়ে কোর্ট ছাড়েন নাদাল।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে সার্বিয়ান সেনসেশনের শিরোপা ধরে রাখার স্বপ্নে জল ঢেলে দেন ১৪ বারের গ্র্যান্ড স্লাম জয়ী।

প্রথম সেটে মাত্র ৪০ মিনিট সময় নেন। পাত্তাই পাননি ১২টি গ্র্যান্ড স্লামের মালিক জোকোভিচ। হেরে যান ৬-২ গেমে। দ্বিতীয় সেটে খানিকটা প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তোলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি জোকোভিচের। ৬-৪ গেমের ফলাফলে শিরোপার আরও কাছে চলে যান নাদাল।

মাদ্রিদ ওপেনের সেমিফাইনালে নাদালের কাছে জোকোভিচের অসহায় আত্মসমর্পণ/ছবি: সংগৃহীতশিরোপা লড়াইয়ে নাদালের প্রতিপক্ষ ডমিনিক থিয়েম ও পাবলো কুয়েভাসের মধ্যকার সেমিফাইনাল বিজয়ী। এই ইভেন্টে রেকর্ড চারবারের চ্যাম্পিয়ন নাদালের সামনে শিরোপা পুনরুদ্ধারের চ্যালেঞ্জ (সবশেষ ২০১৪)।

বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেন সামনে (২৮ মে শুরু) রেখে ক্লে-কোর্টে (লাল মাটির কোর্ট) ট্রফি ভিন্ন কিছুই ভাবছেন না নাদাল। সেই লক্ষ্যে মাদ্রিদ ওপেনে বড় এক ধাক্কাই খেলেন গতবারের ফ্রেঞ্জ ওপেন জয়ী জোকোভিচ।

বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা, ১৩ মে, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ