সরাসরি সেটের দাপুটে জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন গত ৩ জুন ৩১-এ পা রাখা নাদাল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচও সরাসরি সেটে শেষ ষোলোর বাধা পার করেন।
এটা ছিল রিয়ালের চ্যাম্পিয়নস লিগের দ্বাদশ শিরোপা। ফর্মের তুঙ্গে থাকা নাদালের সামনে ‘লা ডেসিমা’র হাতছানি। আর তিনটি ম্যাচ জিতলেই দশম টাইটেল উদযাপন করবেন ক্লে-কোর্টের (লাল মাটির কোর্ট) রাজা।
রোলা গারোঁতে (ফ্রেঞ্চ ওপেনের ভেন্যু) স্বদেশী রবার্তো বাতিস্তা অগাটের মুখোমুখি হন নাদাল। দাঁড়াতেই পারেননি বাতিস্তা। ৬-১, ৬-২, ৬-২ গেমের উড়ন্ত পারফরম্যান্স প্রদর্শন করেন স্প্যানিশ আইকন। সময় নেন ১ ঘণ্টা ৫১ মিনিট। প্রথম রাউন্ড থেকে এখন পর্যন্ত একটি সেটেও হারেননি ১৪ বারের গ্র্যান্ড স্লাম জয়ী।
আরেক স্প্যানিশ আলবার্ট রামোস ভিনোলাস ও জোকোভিচের মধ্যকার প্রথম সেটের প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করেন দর্শকরা। যেটি টাইব্রেকারে গিয়ে নিষ্পত্তি হয়। ৭-৬ (৭-৫) গেমের কষ্টার্জিত জয়ে লিড নেন জোকোভিচ। এরপর আর পেরে উঠেননি ভিনোলাস। ৬-১, ৬-৩ গেমে জিতে কোর্ট ছাড়েন সার্বিয়ান সেনসেশন।
সেমি নিশ্চিতের ম্যাচে আবারো স্বদেশীর সাম পড়বেন নাদাল। লড়বেন পাবলো কারেনো বুস্তার বিপক্ষে। জোকোভিচের সামনে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। প্রতিপক্ষ অস্ট্রিয়ান তারকা ডমিনিক থিয়েম।
বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, ৫ জুন, ২০১৭
এমআরএম