ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

জোকোভিচের পর ফেদেরার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫০ ঘণ্টা, জুলাই ৭, ২০১৭
জোকোভিচের পর ফেদেরার রজার ফেদেরার/ছবি: সংগৃহীত

স্নায়ু ধরে রেখে ঘুরে দাঁড়ানো দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেন রজার ফেদেরার। এরপরই ফেরেন আপন ছন্দে। উইম্বলডন চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডে টাইব্রেকারে প্রথম সেটের পর অনায়াসেই পরেই দুই সেট জিতে নেন সুইস কিংবদন্তি।

একই দিনে নোভাক জোকোভিচের পর উইম্বলডনের তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন ফেদেরার। এর আগে আরেক দুই টেনিস আইকন অ্যান্ডি মারে ও রাফায়েল নাদাল সরাসরি সেটে দ্বিতীয় রাউন্ড পার করেন।

 দাপুটে জয়ে তৃতীয় রাউন্ডে জোকোভিচ হেসে-খেলেই তৃতীয় রাউন্ডে মারে-নাদাল

র‌্যাংকিংয়ের ৭৯ নম্বর খেলোয়াড় ‍সার্বিয়ান দুসান লাজোভিকের বিপক্ষে প্রথম সেটেই কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েন ৩৫ বছর বয়সী ফেদেরার। টাইব্রেকারে আর ফেরে ওঠেননি লাজোভিক। এক পয়েন্টও পাননি। ৭-৬ (৭-০) গেমে লিড নেন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান।

দ্বিতীয় ও তৃতীয় সেটে যথাক্রমে ৬-৩, ৬-২ গেমের সহজ জয় নিয়ে কোর্ট ছাড়েন ১৮ বারের গ্র্যান্ড স্লাম জয়ী (উইম্বলডনে সাতবার)। চতুর্থ রাউন্ড নিশ্চিতের ম্যাচে ফেদেরারের প্রতিপক্ষ জার্মানির মিসচা জারেভ। যিনি কাজাখাস্তানের মিখাইল কুকুশকিনের বিপক্ষে পাঁচ সেটের ঘাম ঝরানো জয়ে (৬-১, ৬-২, ২-৬, ৩-৬, ৬-৪) দ্বিতীয় রাউন্ডের বাধা পার করেন।

বলা বাহুল্য, দ্বিতীয় রাউন্ডে নিজেকে ঝালিয়ে নিলেও প্রথম রাউন্ডে প্রতিপক্ষের ইনজুরিতে পূর্ণাঙ্গ ম্যাচ খেলা হয়নি ফেদেরারের। ইউক্রেনের আলেক্সান্ডার ডোল্গোপোলোভের বিপক্ষে প্রথম সেটটি ৬-৩ গেমে জিতে নেন। দ্বিতীয় সেট চলাকালীন অ্যাঙ্কেলের (গোড়ালি) চোট নিয়ে অবসর নেওয়ার আগে ০-৩ গেমে পিছিয়ে ছিলেন ডোল্গোপোলোভ।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ৭ জুলাই, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ