ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

শততম ম্যাচে জিতেই সেমিতে ফেদেরার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০০ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৭
শততম ম্যাচে জিতেই সেমিতে ফেদেরার শততম ম্যাচে জিতেই সেমিতে ফেদেরার-ছবি:সংগৃহীত

উইম্বলডনে এবারের আসরের সম্মানটা রজার ফেদেরারই হয়তো রাখছেন। কেননা ইতোমধ্যে সেরা চারের মধ্যে তিন জনেরই বিদায় ঘটেছে। কোয়ার্টারের আগেই বাদ পড়েছেন রাফায়েল নাদাল। আর শেষ আটে অ্যান্ডি মারের পর নোভাক জোকোভিচও বিদায় নিলেন।

কিন্তু ঠিকই নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছেন চার জনের থেকে সবচেয়ে বয়সী ও অভিজ্ঞ ফেদেরার। ক’দিন আগেই ৩৬ ছুঁয়েছেন।

তাতে কি রেকর্ড অষ্টম শিরোপার দিকে ধেয়ে যাচ্ছেন সুইস তারকা।

আর ২০০৫ সালের পর এবার আবারও উইম্বলডনে সেরা চারের একজন সেমিফাইনালে প্রতিনিধিত্ব করছেন। সেবার মারে খুব কাছে গিয়ে নিজের প্রথম গ্র্যান্ড স্ল্যাম হাতছাড়া করেন। আর নাদাল ও জোকোভিচ শুরুতেই বিদায় নিয়েছিলেন।

এদিন ফেদেরার নিজের উইম্বলডন ক্যারিয়ারের শততম ম্যাচ খেলতে নামেন। তবে একটি পয়েন্টও ড্রপ করেননি। কানাডার মিলোস রাওনিচকে ৬-৪, ৬-২, ৭-৬ গেমে হারিয়েছেন ১৮টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই তারকা।

সেমিফাইনালে ফেদের‍ারের প্রতিপক্ষ টমাস বার্ডিচ।

বাংলাদেশ সময়: ০৮৫৯ ঘণ্টা, ১৩ জুলাই, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ