ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

ঐতিহাসিক শিরোপায় চোখ রাখছেন ভেনাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৭ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৭
ঐতিহাসিক শিরোপায় চোখ রাখছেন ভেনাস ছবি: সংগৃহীত

গ্র্যান্ড স্লামে দীর্ঘ ৯ বছরের শিরোপা খরা কাটাতে আর মাত্র একটি জয় দূরে ভেনাস উইলিয়ামস। গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেও পারেননি। হেরে যান ছোট বোন সেরেনার কাছে। আবারো ইতিহাস গড়ার সামনে দাঁড়িয়ে মার্কিন টেনিস আইকন।

উইম্বলডন চ্যাম্পিয়নশিপ জিতলেই উন্মুক্ত যুগ (১৯৬৮) শুরুর পর সবচেয়ে বেশি বয়সে গ্র্যান্ড স্লাম জেতার নতুন রেকর্ড গড়বেন ৩৭ বছর বয়সী ভেনাস। নতুন বয়োজ্যেষ্ঠ চ্যাম্পিয়ন দেখবে টেনিস বিশ্ব।

ছাড়িয়ে যাবেন সেরেনাকে।

শনিবার (১৫ জুলাই) লন্ডনে বাংলাদেশ সময় সন্ধ্যায় ৭টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে। বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ ভাগে এসে অন্যতম সেরা সময় পার করছেন ভেনাস। উইম্বলডনের শিরোপা লড়াইয়ে তার সামনে ২৩ বছর বয়সী স্প্যানিশ তরুণী গারবিনিয়ে মুগুরুজা। যিনি ২০১৫ আসরেও ফাইনালে উঠেছিলেন। গত বছর জিতেছেন ফ্রেঞ্চ ওপেন।

সবশেষ ২০০৮ সালে পঞ্চম উইম্বলডন শিরোপা উঁচিয়ে ধরেন ভেনাস। গ্র্যান্ড স্লাম ইভেন্টের এটিই সবশেষ সাফল্য। ঘাসের কোর্টে তার অর্জনও চোখে পড়ার মতো। ক্যারিয়ারের সাতটি গ্র্যান্ড স্লামের পাঁচটিই এসেছে এখান থেকে।

অভিজ্ঞতা, র‌্যাংকিং, মুখোমুখি লড়াই সবদিক থেকেই মুগুরুজার চেয়ে যোজন যোজন এগিয়ে ভেনাস। র‌্যাংকিংয়ে চার ধাপ এগিয়ে সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান। বর্তমানে অবস্থান ১১তম। চারবারের দেখায় তিনবারই জয় নিয়ে কোর্ট ছাড়েন। ঘাসের কোর্টে এবারই প্রথম মুখোমুখি হচ্ছেন দু’জন। মুগুরুজা প্রেরণা খুঁজে নিতে পারেন সবশেষ লড়াইয়ের সুখস্মৃতি থেকে। এ বছরই রোম মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে ভেনাসকে হারিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ১৫ জুলাই, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ