সিঙ্গলস এবং ডাবলস মিলিয়ে পোশাদার ক্যারিয়ারে ৩৫টি শিরোপা জয়ী ৩৭ বছর বয়সি সুইস তারকা হিঙ্গিস সোশ্যাল মিডিয়ায় নিজের অবসরের ঘোষণা দেন।
দীর্ঘ ক্যারিয়ারে হিঙ্গিস এই নিয়ে তৃতীয়বার অবসরের ঘোষণা করলেন।
প্রচুর সাফল্য পেয়েছেন গত চার বছরে। হিঙ্গিস মেয়েদের টেনিসে ছ’জন খেলোয়াড়ের মধ্যে অন্যতম যার সিঙ্গলস এবং ডাবলস দুটি বিভাগেই বিশ্ব র্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে আসার কৃতিত্ব রয়েছে।
ক্যারিয়ারের শুরুতেও কনিষ্ঠতম গ্র্যান্ড স্ল্যাম জয়ী হিসেবে নজির গড়েছিলেন তিনি। ১৯৯৬ সালে উইম্বলডনের ডাবলসে হেলেনা সুকোভার সঙ্গে চ্যাম্পিয়ন হয়ে। ১৯৯৭ সালে মাত্র ১৬ বছর বয়েসে বিশ্বের এক নম্বর হন। বর্ণময় ক্যারিয়ারের শেষটাও রাজকীয় ভাবে শেষ হবে হিঙ্গিসের চলতি ডাব্লিউটিএ ফাইনালসে যদি চ্যাম্পিয়ন হতে পারেন। ডাবলসে তার সঙ্গী চীনা তাইপের চেন ইয়ুং জান।
বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, ২৮ অক্টোবর, ২০১৭
এমএমএস