ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

মেয়েদের পোশাক পরে খেললেন ফেদেরার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০১ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
মেয়েদের পোশাক পরে খেললেন ফেদেরার ছবি: সংগৃহীত

স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত প্রদর্শনী ম্যাচ চলাকালীন মেয়েদের পোশাক পরে দর্শকদের বাড়তি আনন্দ দিয়েছেন রজার ফেদেরার ও অ্যান্ডি মারে। দ্বিতীয় সেটে স্কার্ট পরে একটি গেমও জিতেছেন ফেদেরার।

মারেও কম যান না! নিজের হোমটাউনে ম্যাচ নির্ধারণী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ তৃতীয় সেটের টাইব্রেকারে লেডি টুপি মাথায় দিয়ে খেলেন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান।

ছবি: সংগৃহীতম্যাচের মাঝে তরুণ এক দর্শককে ফেদেরারের বিপক্ষে দু’টি শট খেলতে দেন মারে।

কিন্তু আটবারের উইম্বলডন জয়ীর কাছ থেকে পয়েন্ট নিতে পারেননি।

গত জুলাইয়ে ঘরের মাটিতে উইম্বলডন চ্যাম্পিয়নশিপের পর কোর্টে দেখা যায়নি মারেকে। হিপ ইনজুরিতে ভুগছেন। এখনো শতভাগ ফিট নন। পুরোপুরি তৈরি হতে পারলেই কেবল জানুয়ারিতে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনে ফিরবেন বলে সম্প্রতি নিজের অভিমত প্রকাশ করেন তিনি।

ছবি: সংগৃহীতইউনিসেফ ও শিশুদের দাতব্য প্রতিষ্ঠানের জন্য চ্যারিটি ম্যাচটিতে পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়ান ত্রিশ বছর বয়সী মারে। ৭৫-৮০ ভাগ ফিটনেস নিয়ে খেলছেন বলে ম্যাচের আগে বলেছিলেন।

৬-৩, ৩-৬, ১০-৬ (টাইব্রেকার) গেমে খেলার নিষ্পত্তি ঘটে। পুরো ম্যাচের ব্যাপ্তি ১ ঘণ্টা ৪০ মিনিট।

ছবি: সংগৃহীতটাইব্রেকারে ৩৬ বছর বয়সী ফেদেরারের কাছে হার মানেন মারে। উল্লেখ্য, পিঠের ইনজুরিমুক্ত থাকতে সদ্য শেষ হওয়া প্যারিস মাস্টার্সে অংশ নেননি সুইস আইকন। লন্ডনে সিজন শেষের ইভেন্ট এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস প্রতিযোগিতায় (১২ নভেম্বর শুরু) ফিরবেন ১৯ বারের গ্র্যান্ড স্লাম জয়ী।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ৮ নভেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ