ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

এটিপি ফাইনালসের চ্যাম্পিয়ন দিমিত্রভ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
এটিপি ফাইনালসের চ্যাম্পিয়ন দিমিত্রভ ছবি:সংগৃহীত

ডেভিড গফিনকে হারিয়ে প্রথমবারের মতো এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের শিরোপা জিতলেন গ্রিওগর দিমিত্রভ। তিন সেটের হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন হন বুলগেরিয়ান এ তারকা।

লন্ডনের ও২ অ্যারিনায় টেনিস পুরুষের ছয় নম্বর তারকা দিমিত্রভ মুখোমুখি হন সাত নম্বর তারকা গভিনের। যেখানে দিমিত্রভ জিতে নেন ৭-৫, ৪-৬ ও ৬-৩ সেটে।

এদিন প্রথম সেটে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৫৯ মিনিটের লড়াইয়ে ৭-৫ গেমে জেতেন দিমিত্রভ। তবে পরের সেটে ৬-৪ গেমে জিতে ম্যাচে ফেরেন বেলজিয়াম তারকা গফিন। কিন্তু শেষ সেটে ৬-৩ গেমে গফিনকে উড়িয়ে দিয়ে শেষ হাসি হাসেন দিমিত্রভ।

এর আগে সেমিফাইনালে কিংবদন্তি রজার ফেদেরারকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিলেন গফিন। আর অন্য সেমিতে জ্যাক সককে হারান দিমিত্রভ। এ শিরোপা জয়ের ফলে তিন ধাপ এগিয়ে তিনে চলে এলেন দিমিত্রিভ। তার আগে এখন শুধুমাত্র রয়েছেন রাফায়েল নাদাল (শীর্ষে) ও ফেদেরার।

বাংলাদেশ সময়: ০৯২৩ ঘণ্টা, ২০ নভেম্বর, ২০১৭
এমএমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ