সরাসরি সেট ৬-৩, ৬-৪ গেমে ম্যাচের নিষ্পত্তি ঘটে। ১৯৯৮ অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে ১৬ বছরের সেরেনাকে ১৭ বছরের ভেনাস হারানোর পর কোনো টুর্নামেন্টে এতো আগের রাউন্ডে মুখোমুখি হন দু’জন।
২০১৪ রজার্স কাপের পর প্রথমবারের মতো সেরেনাকে হারিয়েছেন ভেনাস। গত বছরের অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালের পর এই প্রথম দুই বোন কোর্টে একে অপরকে চ্যালেঞ্জ জানিয়েছেন। সেবার ক্যারিয়ারের ২৩তম গ্র্যান্ড স্লাম শিরোপা উঁচিয়ে ধরেন সেরেনা।
চতুর্থ রাউন্ডে ভেনাসের প্রতিপক্ষ লাতভিয়ার আনাস্তাসিজা সেভাস্তোভা। যিনি জার্মান জুলিয়া জর্জেসকে ৬-৩, ৬-৩ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডের বাধা পার করেন।
প্রায় ১৪ মাস পর প্রতিযোগিতামূলক টেনিসে প্রত্যাবর্তনটা সুখকর হলো না ৩৬ বছর বয়সী সেরেনার। সেরা ফিটনেস ফিরে পাওয়ার কাজটাই করতে হবে সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ানকে।
লম্বা বিরতির পর গত মাসে কোর্টে ফেরেন সেরেনা। ভেনাসের সঙ্গে ফেড কাপে একটি ডাবল ম্যাচে অংশ নেন তিনি। গত বছরের ১ সেপ্টেম্বর সেরেনা-ওহানিয়ান দম্পতির কোলজুড়ে আসে তাদের প্রথম কন্যা সন্তান। নাম তার অ্যালেক্সিস অলিম্পিয়া ওহানিয়ান জুনিয়র।
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, ১৩ মার্চ, ২০১৮
এমআরএম