ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রাণী নাওমি ওসাকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রাণী নাওমি ওসাকা পেত্রা কেভিতোভাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককের শিরোপা জিতলেন নাওমি ওসাকা-ছবি: সংগৃহীত

পেত্রা কেভিতোভাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককের শিরোপা জিতলেন নাওমি ওসাকা। এই শিরোপা জেতার ফলে টানা দুটি গ্র্যান্ড স্ল্যামের ট্রফি ঘরে তুললেন জাপানি তারকা। এর আগে গত বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন জিতেছিলেন তিনি।

শনিবার (২৬ জানুয়ারি) রড লেভার অ্যারিনায় প্রথম সেটে ৭-৬ গেমে জয় পান ২১ বছর বয়সী ওসাকা। তবে দ্বিতীয় সেটে চেক রিপাবলিকের কেভিতোভা ৫-৭ গেমে জিতে ঘুর দাঁড়ান।

এই সেটে ওসাকা তিনটি ম্যাচ পয়েন্ট মিস করেন।

কিন্তু তৃতীয় সেট ঠিকই জিতে শিরোপা নিজের করে নেন বর্তমান নারী টেনিসের শীর্ষ তারকা ওসাকা। এখন পর্যন্ত ক্যারিয়ারে দুটি গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল খেলে দুটিতেই জয় পেলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ২৬ জানুয়ারি, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ