ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

শীর্ষস্থান উদ্ধার করে ফাইনালে হালেপ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, মে ১১, ২০১৯
শীর্ষস্থান উদ্ধার করে ফাইনালে হালেপ সিমোনা হালেপ-সংগৃহীত

গত জানুয়ারিতে মেয়েদের এককে জাপানি তারকা নাওমি ওসাকার কাছে শীর্ষস্থান হারিয়েছিলেন সিমোনা হালেপ। রোমানিয়ান টেনিস সেনসেশন এবার এক ঢিলে দু্ই পাখি মারলেন। শীর্ষস্থান ‍উদ্ধারের পাশাপাশি নিশ্চিত করেছেন মাদ্রিদ ওপেনের ফাইনাল।

সেমিফাইনালে মাদ্রিদের ক্লে-কোর্টে সুইস তারকা বেলিন্দা বেনচিচকে ৬-২, ৬-৭ (২-৭) ও ৬-০ গেমে হারিয়েছেন হালেপ।

দু’টি গ্র্যান্ড স্ল্যামের মালিক ওসাকাকে হারিয়ে শেষ চারে উঠেছিলেন ১৮তম বাছাই বেনচিচ।

শনিবার (১১ মে) শিরোপা লড়াইয়ে ২৭ বছর বয়সী হালেপ মুখোমুখি হবেন কিকি বার্টেন্সের। ডাচ তারকা সেমিতে স্লোয়ান স্টিফেন্সকে ৬-২ ও৭-৫ গেমে হারিয়েছেন।

এ নিয়ে পঞ্চমবারের মতো মাদ্রিদ ওপেনের ফাইনালে উঠলেন হালেপ। গত চারবারে মধ্যে টানা দু’বার (২০১৬ ও ২০১৭) শিরোপা জিতেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘন্টা, মে ১১, ২০১৯ 
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ