ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

শিরোপা জিতে নাদালের কৃতিত্বে ভাগ বসালেন জকোভিচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, মে ১৩, ২০১৯
শিরোপা জিতে নাদালের কৃতিত্বে ভাগ বসালেন জকোভিচ শিরোপা জিতে নাদালের কৃতিত্বে ভাগ বসালেন জকোভিচ-ছবি: সংগৃহীত

মাদ্রিদ ওপেনে এক ঢিলে দুই পাখি মারলেন নোভাক জকোভিচ। সার্বিয়ান তারকা তৃতীয়বারের মতো মাদ্রিদ ওপেন জয়ের পাশাপাশি ভাগ বসিয়েছেন রাফায়েল নাদালের কৃতিত্বে।

মাদ্রিদের ক্লে-কোর্টে জকোভিচ সরাসরি সেটে হারিয়েছেন গ্রিক বিস্ময় তারকা স্টেফানোস সিৎসিফাসকে। ওপেনিং সেটেই ৩-০ ব্যবধানে লিড নেন এই নাম্বার ওয়ান বাছাই।

মাত্র এক ঘন্টা ৩২ মিনিটের লড়াইয়ে ৩১ বছর বয়সী সার্বিয়ান ৬-৩ ও ৬-৪ গেমে উড়িয়ে দেন সিতসিফাসকে।  

২০ বছর বয়সী সিৎসিফাস দুই নাম্বার বাছাই নাদালকে হারিয়ে ফাইনালে উঠেছিলেন। গত মৌসুমে অস্ট্রেলিয়ান ওপেনে টেনিস কিংবদন্তি রজার ফেদেরারকে হারিয়ে ‘বিস্ময়’ তারকা হিসেবে খ্যাতি পেয়েছিলেন তিনি। গত আগস্টে টরেন্টোর রজার কাপে ১৫টি গ্র্যান্ড স্ল্যামের মালিক জকোভিচকেও হারিয়েছিলেন এই নাম্বার সাত বাছাই।

এবার মাদ্রিদ ওপেন জিতে ক্লে-কোর্টের রাজা নাদালের একটা কৃতিত্বে ভাগ বসিয়েছেন জোকোভিচ। রেকর্ড ৩৩টি মাস্টার্স জয়ের সিংহাসনটা এখন জকোভিচের সঙ্গে ভাগাভাগি করতে হবে স্প্যানিশ তারকাকে।

ফ্রেঞ্চ ওপেনের আগে ২৬ মে রোমের রোঁলা গাঁরোয় ৩৪তম মাস্টার্সের জন্য যুদ্ধে নামবেন নাদাল-জোকোভিচ।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘন্টা, মে ১৩, ২০১৯
ইউবি/আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ