ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

ফেদেরারকে হারিয়ে ফাইনালে নাদাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৭ ঘণ্টা, জুন ৮, ২০১৯
ফেদেরারকে হারিয়ে ফাইনালে নাদাল লড়াই শেষে করমর্দন করছেন নাদাল ও ফেদেরার: ছবি-সংগৃহীত

ফ্রেঞ্চ ওপেন টেনিসের পুরুষ এককের ফাইনালে উঠেছেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। সেমিফাইনালে শীর্ষ বাছাই তিনে থাকা সুইস তারকা রজার ফেদেরারকে ৩-০ সেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছেন ক্লে-কোর্টের রাজা নাদাল।

প্যারিসের রোঁলা গাঁরোর ক্লে-কোর্টে হাইভোল্টেজ ম্যাচটিতে প্রথম সেটে ফেদেরারকে ৬-৩ গেমে হারিয়ে দেন নাদাল। দ্বিতীয় সেটেও আধিপত্য ধরে রাখেন ৩৩ বছর বয়সী স্প্যানিয়ার্ড।

৬-৪ গেমে সেট জিতে ২-০ ব্যবধানে এগিয়ে যান নাদাল।
 
তৃতীয় সেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন ৩৭ বছর বয়সী ফেদেরার। কিন্তু শেষ পর্যন্ত নাদালের সাথে আর পেরে ওঠেননি এই সুইস তারকা। ৬-২ গেমে সহজেই সেট জিতে ফাইনালে ওঠেন নাদাল।

ফ্রেঞ্চ ওপেনের নারী এককের ফাইনালে ওঠার পথে চেক প্রজাতন্ত্রের মার্কটা ভন্ডরোউসোভার কাছে সরাসরি সেট হেরেছেন ব্রিটিশ তারকা জোহান্না কোন্তা। ফলে ১৯৭৭ সালের পর প্রথম ব্রিটিশ নারী হিসেবে ফাইনালে খেলার সুযোগ হাতছাড়া করেন তিনি।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘন্টা, জুন ০৭, ২০১৯
আরএআর/ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ