ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

রেকর্ড ৩৫তম মাস্টার্স জিতলেন নাদাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৯
রেকর্ড ৩৫তম মাস্টার্স জিতলেন নাদাল রেকর্ড ৩৫তম মাস্টার্স জিতলেন নাদাল-ছবি:সংগৃহীত

রাশিয়ার দানিল মেদভেদেভকে হারিয়ে মন্ট্রিয়ালে ক্যারিয়ারের পঞ্চম রজার্স কাপ জিতলেন রাফায়েল নাদাল। ফাইনালে ৬-৩ ও ৬-০ সেটে সরাসরি জিতেন এই স্প্যানিশ। ফলে প্রথমবার ক্লে কোর্টের বাইরে কোনো ট্রফি ধরে রাখলেন তিনি।

মেদভেদেভ পুরো টুর্নামেন্টে দারুণ খেলে আসলেও অভিজ্ঞ নাদালের কাছে ফাইনালে আর পেরে ওঠেননি। রাশিয়ান তরুণ এ ম্যাচে আগে কোনো পয়েন্টই হারাননি।

এদিকে মাস্টার্সের ১০০০তম লেভেলে এ নিয়ে ৩৫তম শিরোপা জিতলেন ১৮টি গ্র্যান্ড স্ল্যামের মালিক নাদাল। এটিপি টুরে এটিই এখন সর্বোচ্চ জয়ের রেকর্ড।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ