ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

শীর্ষ তারকা ওসাকাও বিদায় নিলেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৯
শীর্ষ তারকা ওসাকাও বিদায় নিলেন শীর্ষ তারকা ওসাকাও বিদায় নিলেন-ছবি:সংগৃহীত

ইউএস ওপেনে ঘণ্টার মধ্যে বিদায় নিলেন পুরুষ ও নারী এককের শীর্ষ বাছাই। একদিন আগে নোভাক জোকোভিচ ছিটকে যাওয়ান চোটের কারণে। আর এবার মেয়েদের শীর্ষ বাছাই নাওমি ওসাকাও বিদায় নিলেন। চতুর্থ রাউন্ডে ১৩ নাম্বর বাছাই বেলিন্দা বেনচিচের বিরুদ্ধে বিশ্বের এক নম্বর জাপানি তারকা ৫-৭, ৪-৬ সেটে হারেন।

এবারের যুক্তরাষ্ট্র ওপেনে বাঁ-হাটুতে চোটের সমস্যা নিয়েই নেমেছিলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওসাকা। তার ওপর চাপও ছিল র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রাখার ।

তবে সফল সুইস তারকা বেনচিচ এর আগে চলতি বছরে দু’বার ওসাকাকে হারিয়েছিলেন । মার্টিনা হিঙ্গিসের উত্তরসূরি হিসেবে ভাবা হয় ২২ বছরের বেনচিচকে।

২০১৪ সালে ১৭ বছর বয়েসে ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন বেনচিচ। তবে পরবর্তীতে চোটের সমস্যায় ভুগছিলেন। পাঁচ বছর পরে আবার তার সামনে কোয়ার্টার ফাইনালের চ্যালেঞ্জ। শেষ আটে তাকে ২৩ নাম্বর বাছাই ডোনা ভেকিচের বিপক্ষে খেলতে হবে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ