ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

রেকর্ড গড়ে সেমিফাইনালে সেরেনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৯
রেকর্ড গড়ে সেমিফাইনালে সেরেনা ম্যাচ শেষে কিয়াংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন সেরেনা-ছবি: সংগৃহীত

চীনের ওয়াং কিয়াংকে সরাসরি সেটে হারিয়ে সেমিফাইনালে পা রেখেছেন সাবেক ইউএস ওপেন চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস। টুর্নামেন্টের ইতিহাসে এটি সেরেনার ১০০তম জয়।

কোয়ার্টার ফাইনালে কিয়াংকে ৬-১, ৬-০ গেমে হারিয়েছেন সেরেনা। ৪৪ মিনিট দীর্ঘ লড়াই শেষে এই জয় তার হাঁটুর ইনজুরি নিয়ে যে শঙ্কা ছিল তা উড়িয়ে দিল।

চতুর্থ রাউন্ডের ম্যাচে রোববার (১ সেপ্টেম্বর) নেটের দিকে দৌড়ে যাওয়ার সময় পিছলে পড়ে ডান হাঁটুতে আঘাত পান সেরেনা।

প্রায় দুই যুগের ক্যারিয়ারে ‘ফ্লাসিং মিডোস’-এ পাওয়া ১০০তম জয়কে ‘স্পেশাল’ মানছেন সেরেনা। এর আগে অষ্টম বাছাই মার্কিন তারকা ক্রিস ইভার্ট টুর্নামেন্টের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ১০০তম জয় তুলে নিয়েছিলেন। আর এক ম্যাচ জিতলে তাকেও ছাড়িয়ে যাবেন সেরেনা।
 
৩৭ বছর বয়সী সেরেনা ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকেন। ২৩ শিরোপাজয়ী সেরেনার সামনে দাঁড়াতেই পারেননি এখনও কোনো শিরোপা না জেতা ১৮তম বাছাই ওয়াং।  

সেমিফাইনালে সেরেনার প্রতিপক্ষ পঞ্চম বাছাই ইউক্রেনের এলিনা স্ভিতোলিনা।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ