ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

চোট থেকে ফিরেই জাপান ওপেন জিতলেন জোকোভিচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৯
চোট থেকে ফিরেই জাপান ওপেন জিতলেন জোকোভিচ নোভাক জোকোভিচ: ছবি-সংগৃহীত

চোট কাটিয়ে কোর্টে ফিরেই শিরোপা জিতেছেন নোভাক জোকেভিচ। জাপান ওপেনের ফাইনালে নাম্বার ওয়ান বাছাই হারিয়েছেন অস্ট্রেলিয়ার জন মিলম্যানকে।

টোকিও’র ফাইনালে ৩২ বছর বয়সী জোকোভিচ ৬-৩ ও ৬-২ সেটে জিতে বছরের চতুর্থ শিরোপা উঁচিয়ে ধরেন। সার্বিয়ান তারকার এটি ক্যারিয়ারের ৭৬তম শিরোপাও।

গত সেপ্টেম্বরে ইউএস ওপেনে কাঁধে চোট পাওয়ায় টুর্নামেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন জোকোভিচ। এবার জাপান ওপেন দিয়েই প্রত্যাবর্তন ঘটে তার।

ফাইনালে ৩০ বছর বয়সী ৮০তম বাছাই মিলম্যানকে হারাতে জোকোভিচ সময় নিয়েছেন মাত্র ৭০ মিনিট। পুরো টুর্নামেন্টে একটি সেটও হারেননি সার্বিয়ান তারকা।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, অক্টেবর ০৬, ২০১৯
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ