ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

টেনিস

হাসপাতালে মারজান, ভালো আছেন বর্ণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০২, ডিসেম্বর ৪, ২০১৯
হাসপাতালে মারজান, ভালো আছেন বর্ণা ছবি: সংগৃহীত

গতকাল এসএ গেমসের কারাতের মেয়েদের কুমিতে অনূর্ধ্ব-৫৫ কেজি ইভেন্টে সোনা জিতেছেন বাংলাদেশের মারজান আক্তার পিয়া। বুধবার (৪ ডিসেম্বর) দলগত ইভেন্টে খেলতে গিয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

মেয়েদের কুমির দলগত ইভেন্টে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নেমে ঘাড়ের পেছনে আঘাত পান মারজান। একই সময় আহত হন আরেক কারাতে খেলোয়াড় মুনজেরা বর্ণা।

 

ছবি: সংগৃহীতম্যাটের ওপর কিছুক্ষণ বসে থেকে মারজান ম্যাচে ফেরার চেষ্টা করলেও উঠে দাঁড়াতে পারেননি। পরে গেমসের মেডিকেল বিভাগ তার প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসপাতালে পাঠিয়ে দেন। কাঠমান্ডুর ব্লু ক্রস হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে মারজানের সিটি স্ক্যান করানো হয়েছে।

এদিকে, বর্ণার আঘাত গুরুতর না হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েই ছেড়ে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ