ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

অজিদের ৪০ বছরের অপেক্ষা ঘোচাতে পারলেন না বার্টি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
অজিদের ৪০ বছরের অপেক্ষা ঘোচাতে পারলেন না বার্টি সোফিয়া কেনিন

অ্যাশলে বার্টিকে নিয়ে স্বপ্ন বুনেছিল অস্ট্রেলিয়ানরা। কিন্তু অজিদের সমস্ত স্বপ্ন ভেঙে গেছে এক ২১ বছর বয়সী মার্কিন কন্যার হাতে। স্বাগতিক তারকা অ্যাশলে বার্টিকে সরাসরি সেটে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল নিশ্চিত করেছেন সোফিয়া কেনিন। যুক্তরাষ্ট্র তারকা এবারই প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেছেন।

গরমের কারণে উত্তপ্ত হয়ে উঠেছিল মেলবোর্ন পার্ক। সেই গরমে ঘামতে ঘামতে শীর্ষ বাছাই বার্টিকে ৭-৬ (৮-৬) ও ৭-৫ গেমে পরাজিত করেন ১৪তম বাছাই কেনিন।

দীর্ঘ ৩৬ বছর পর বার্টির হাত ধরে এবারই প্রথম কোনো অজি তারকা অস্ট্রেলিয়ান ওপেনের শেষ চারে ওঠেন। বার্টির সামনে ছিল অারেকটি অপেক্ষা ঘোচানোর পালাও। নারী এককে দীর্ঘ ৪০ বছর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে নেই কোনো স্বাগতিক তারকা। কিন্তু ২৩ বছর বয়সী তারকা সেই অপেক্ষার অবসান ঘটাতে পারেননি।

শনিবার (০১ ফেব্রুয়ারি) ফাইনালে কেনিন প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিততে মুখোমুখি হবেন গারবিন মুগুরুজার। দুই তারকার কেউই এর আগে অস্ট্রেলিয়ান ওপেন জিতেননি। এর আগে অবশ্য দুইবার গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ পেয়েছেন মুগুরুজা। ভেনেজুয়েলিয়ান তারকা ফাইনালে উঠেছেন চতুর্থ বাছাই সিমোনা হালেপকে সরাসরি সেটে হারিয়ে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ