ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

টেনিস

করোনা ভাইরাস: নির্দিষ্ট সূচিতে অলিম্পিক আয়োজন করবে জাপান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৮, মার্চ ১৫, ২০২০
করোনা ভাইরাস: নির্দিষ্ট সূচিতে অলিম্পিক আয়োজন করবে জাপান ছবি-সংগৃহীত

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে স্থবির হয়ে পড়েছে ক্রীড়া বিশ্ব। ফুটবল-ক্রিকেট-টেনিস থেকে শুরু করে স্থগিত হয়ে গেছে অন্যান্য ক্রীড়া ইভেন্টও। এমনকি আগামী টোকিও অলিম্পিক নিয়েও দেখা দিয়েছে শঙ্কা।

তবে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে জানিয়েছেন, করোনা ভাইরাস উদ্বিগ্নতায় বিভিন্ন ক্রীড়া ইভেন্ট স্থগিত হলেও জুলাইয়ের পরিকল্পনা অনুযায়ী টোকিও অলিম্পিক হবে।

তিনি আরও জানান, টোকিও অলিম্পিক-২০২০ হবে কিনা আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) তা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

আবে বলেন, ‘করোনা ভাইরাসে সংক্রমণ ছড়ানো রোধ করে পরিকল্পনা অনুযায়ী, আমরা কোনো সমস্যা ছাড়াই অলিম্পিক আয়োজন করবো। ’

জাপানে ইতোমধ্যে কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ১৪০০ জনেরও বেশি, মারা গেছে ২৮ জন।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ