ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

৪৬ বছরের রেকর্ড ভেঙে তৃতীয় রাউন্ডে ফেদেরার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, জুলাই ২, ২০২১
৪৬ বছরের রেকর্ড ভেঙে তৃতীয় রাউন্ডে ফেদেরার রজার ফেদেরার/ছবি: সংগৃহীত

বয়স ৩৯ হয়ে গেছে। পরের মাসেই ৪০তম জন্মদিন উদযাপন করবেন তিনি।

কিন্তু বয়সকে তুড়ি মেরে উড়িয়ে উইম্বলডনের তৃতীয় পর্বে উঠে গেলেন রজার ফেদেরার। সেই সঙ্গে ভেঙে ফেললেন ৪৬ বছর পুরনো এক রেকর্ডও।

৮ বারের উইম্বলডনজয়ী ফেদেরার বৃহস্পতিবার ৭-৬, ৬-১, ৬-৪ গেমে হারিয়ে দিলেন রিচার্ড গ্যাস্কেটকে। সেই সঙ্গে শেষ ৪৬ বছরে সব চেয়ে বয়স্ক টেনিস খেলোয়াড় হিসেবে তিনি এই কীর্তি গড়লেন তিনি। এর আগে ১৯৭৫ সালে কেন রোজওয়াল ৪০ বছর বয়স পার করে উইম্বল্ডনের তৃতীয় পর্বে পৌঁছেছিলেন।

এই নিয়ে ১৮ বার উইম্বলডনের তৃতীয় পর্বে উঠলেন ফেদেরার। পরের ম্যাচ ক্যামেরন নোরির বিপক্ষে। এই নিয়ে গ্যাস্কেটকে টানা ১১ বার হারালেন ফেদেরার। সব মিলিয়ে ১৯ বার।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, জুলাই ০২, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ