ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

পর্যটন

সুন্দরবনে পথ ভুলে আটকে পড়া ১০ পর্যটক উদ্ধার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
সুন্দরবনে পথ ভুলে আটকে পড়া ১০ পর্যটক উদ্ধার  উদ্ধার হওয়া পর্যটকরা

সাতক্ষীরা: সুন্দরবনে আটকে পড়া ১০ পর্যটককে উদ্ধার করেছে শ্যামনগর উপজেলা প্রশাসন।  

৫ ঘণ্টার শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযানের পর শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে তাদের সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আক্তার হোসেন বলেন, শুক্রবার যশোর জেলা থেকে আসা ১০ পর্যটক ট্রলার যোগে সুন্দরবনের কলাগাছিয়া ইকো-ট্যুরিজম সেন্টার ভ্রমণ শেষে ফিরছিলেন। কিন্তু পথ ভুলে বনের গহীনে খালের মধ্যে চলে যায়। পরে ঘুরতে ঘুরতে ট্রলারের তেল ফুরিয়ে যায়। ওই নৌকায় থাকা পর্যটকরা পরে আতঙ্কিত হয়ে সফরকারী অন্য নৌকায় অবস্থানকারী পর্যটকদের জানালে তারা আমাকে জানান।

তিনি বলেন, ওই তথ্যের ভিত্তিতে বন বিভাগের দুইটি টিম, সাংবাদিক আব্দুল হালিমসহ ট্যুরিস্ট পুলিশের দুই টিম, গাবুরা ডুমুরিয়া ওয়ার্ডের মেম্বরের একটি টিম, বোট মালিকের অন্য একটি টিমসহ মোট ছয়টি উদ্ধারকারী টিম সুন্দরবনের ভেতরে পাঠাই। প্রায় পাঁচ ঘণ্টার শ্বাসরুদ্ধকর কার্যক্রমে আটকে পড়া সবাইকে সুস্থ অবস্থাতেই রাত ১০টার দিকে উদ্ধার করা হয়।  

বাংলাদেশ সময়: ০২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।