ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

পর্যটন

কুয়াকাটায় রাখাইন জাদুঘর উদ্বোধন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৩
কুয়াকাটায় রাখাইন জাদুঘর উদ্বোধন 

পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটায় রাখাইন জাদুঘর উদ্বোধন করা হয়েছে। কুয়াকাটার অন্যতম ভ্রমণ স্পট হিসেবে খ্যাত মিশ্রীপাড়া বৌদ্ধবিহারের কাছে জাদুঘরটি প্রতিষ্ঠা করেন মিশ্রীপাড়া সিমা বৌদ্ধবিহারের সভাপতি মি. মংলাচিং রাখাইন।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জাদুঘরটি পরিদর্শন শেষে উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন।

লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ, কলাপাড়া প্রেসক্লাবে সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, মিশ্রীপাড়া বৌদ্ধবিহারের বিহার অধ্যক্ষ উত্তম মহাথেরসহ অনেকে।

জাদুঘরের প্রতিষ্ঠাতা মি. মংলাচিং রাখাইন বলেন, আমাদের রাখাইন সম্প্রদায় এখন বিলীন হওয়ার পথে। তাই আমি রাখাইনদের ইতিহাস এবং ঐতিহ্য ধরে রাখতে এ আয়োজন করেছি। এরই মধ্যে অনেক সাড়া পেয়েছি এবং সাধারণ যারা পর্যটক রয়েছেন, তারাও অনেক উপভোগ করছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, পর্যটন কেন্দ্র কুয়াকাটা আরও একটি মাইলফলক পূর্ণ করল, রাখাইনদের নিয়ে অনেকের আগ্রহ থাকে জানার, দেখার, আশা করি, এ আয়োজনটি তাদের পূর্ণতা দেবে।

বাংলাদেশ সময়: ০৭৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet