ঢাকা, শুক্রবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

পর্যটন

আইসিসিবিতে এশিয়ান ট্যুরিজম ফেয়ার শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৭, সেপ্টেম্বর ১৮, ২০২৫
আইসিসিবিতে এশিয়ান ট্যুরিজম ফেয়ার শুরু রাজধানীর আইসিসিবিতে চলছে তিন দিনব্যাপী এশিয়ান ট্যুরিজম ফেয়ার

দেশি ও বিদেশি ভ্রমণ আয়োজকদের অংশগ্রহণে শুরু হয়েছে এশিয়ান ট্যুরিজম ফেয়ার। তিন দিনব্যাপী এই মেলায় ১৮০টি স্টলে দেশি-বিদেশি পর্যটন ব্যবসা প্রতিষ্ঠান ছাড়াও বিদেশি দূতাবাস ও মিশন অংশ নিয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এশিয়ান ট্যুরিজম ফেয়ারের উদ্বোধন করা হয়।

মেলায় দর্শনার্থীদের জন্য প্রবেশমূল্য ৩০ টাকা। প্রবেশ কুপনের বিপরীতে র‍্যাফল ড্রয়ে থাকছে বিমানের টিকিটসহ আকর্ষণীয় গিফট ভাউচার। তবে অনলাইন নিবন্ধন করলে প্রবেশ ফ্রি লাগছে না। মেলাটি ২০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে সচিব নাসরিন জাহান, নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়মা শাহীন সুলতানা, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নুজহাত ইয়াসমিন, ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পি. কাইংলেট, মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশীদ, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি মো. মাইনুল হাসান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক আশরাফুল আলম এবং এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান, পর্যটন বিচিত্রা সম্পাদক মহিউদ্দিন হেলাল প্রমুখ।

পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়মা শাহীন সুলতানা বলেন, প্রতিবছরের মতো এবারও বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যাগাজিন ‘পর্যটন বিচিত্রা’ আয়োজন করতে যাচ্ছে ১২তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার। এই মেলাটিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এন্ড্রোসমেন্ট করেছে এবং বাংলাদেশ পর্যটন করপোরেশন সক্রিয়ভাবে এ মেলায় অংশগ্রহণ করবে।

তিনি আরও বলেন, ১২তম এশিয়ান ট্যুরিজম ফেয়ারে বাংলাদেশসহ বিশ্বের কয়েকটি দেশের পর্যটন সংস্থা অংশগ্রহণ করবে। এ মেলায় থাকবে আসন্ন পর্যটন মৌসুমে দেশ ও বিদেশে বেড়ানোর বিভিন্ন আকর্ষণীয় ভ্রমণ অফার, হোটেল, রিসোর্ট বা প্যাকেজ বুকিংসহ বিশেষ ছাড়ের ব্যবস্থা। এই মেলার মাধ্যমে পর্যটন শিল্পের একটি পূর্ণাঙ্গ চিত্র দর্শনার্থীদের মাঝে তুলে ধরার প্রচেষ্টা থাকতে হবে।

এশিয়ান ট্যুরিজম ফেয়ারের (এটিএফ ঢাকা) চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল বলেন, বিশ্ব পর্যটন দিবস উদযাপনের অংশ হিসেবে দেশ ও বিদেশে ভ্রমণের সব আয়োজনে ‘এশিয়ান ট্যুরিজম ফেয়ার’ অনন্য ভূমিকা পালন করবে। পর্যটন শিল্পের সব গন্তব্যসহ হোটেল, রিসোর্ট, ক্রুজ, এয়ারলাইন্স, থিমপার্ক, ট্যুর অপারেটর, ট্র্যাভেল এজেন্টসহ সব ব্যবসায়িক প্রতিষ্ঠানে গতিশীলতা আনার লক্ষ্যে এশিয়ান ট্যুরিজম ফেয়ারের আয়োজন করা হয়েছে। এই মেলা সরকারি-বেসরকারি উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের পর্যটন গন্তব্যগুলোকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।

এবারের মেলার অংশ হিসেবে একই সাথে অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ ট্যুরিজম ইনভেস্টমেন্ট শোকেজ’। পর্যটন শিল্পে আসন্ন প্রকল্পগুলোর প্রদর্শনী ও স্থানীয় ইনভেস্টমেন্টের সুযোগ মেলার মাধ্যমে উপস্থাপন করা হবে।

মেলার টাইটেল স্পনসর বিমান বাংলাদেশ এয়ারলাইনস। হসপিটালিটি পার্টনার ক্রাউন প্লাজা ঢাকা গুলশান, প্রাইম পার্টনার কান্ট্রি নেপাল এবং পার্টনার কান্ট্রি ফিলিপাইন ও মালদ্বীপ। ট্রান্সপোর্ট পার্টনার হিসেবে আছে কনভয় সার্ভিস, আইসিটি পার্টনার এম৩৬০, মেলার অফিসিয়াল পাবলিকেশন দ্য ট্রাভেল বাউন্ড, ক্রুজ পার্টনার হিসেবে আছে ঢাকা ডিনার ক্রুজ।

এমএমআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।