ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

পর্যটন

ইতালি থেকে জাহিদুর রহমান

ইতালিতে প্রবাসীদের বন্ধু আল আমিন

জাহিদুর রহমান, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
ইতালিতে প্রবাসীদের বন্ধু আল আমিন আল আমিন

মিলান (ইতালি) থেকে: পশ্চিম ইউরোপের দেশ ইতালি। সেখানে কাজের জন্য সদ্য আসা প্রবাসীদের পরম বন্ধু হিসেবে দেখা দিয়েছেন আল আমিন (২৯)।

নিজেই খোঁজ-খবর নেন। যেচে কাজ যোগাড় করে দেন। এভাবে প্রবাসীদের কাছে বেশ জনপ্রিয়তা তার।

ঢাকা ধামরাই থানার বিজয় নগর এলাকার আব্দুল বারেকের ছেলে আল আমিন। পাঁচ ভাইয়ের মধ্যে সবার ছোট আমিন ২০০৮ সালে ভাই বেলাল হোসেনের মাধ্যমে ইতালি আসেন। মিলান এলাকায় যোগ দেন ক্রেয়ালাবোরু এজেন্সি নামে একটি প্রতিষ্ঠানে। প্রতিষ্ঠানটি মূলত বিভিন্ন প্রতিষ্ঠানে জনবল সরবরাহ করে। শুরুটা ছিলো ঘণ্টায় মাত্র সাড়ে সাত ইউরো মজুরি দিয়ে।

নিজের সততা, মেধা আর যোগ্যতায় আল আমিন অর্জন করে নেন নিয়োগ কর্তার আস্থা। তার ওপরই অর্পিত হয় ইউরোপের এই দেশটিতে কাজের সন্ধানে বাংলাদেশি, মরক্কো, পাকিস্তানি, মিশরসহ নানা দেশ থেকে আসা অভিবাসী শ্রমিকদের নিয়োগ ও দেখা-শোনার ভার। আর এখানেই তার দেশপ্রেমের বহিঃপ্রকাশ। এশিয়া বা আফ্রিকার বিভিন্ন দেশ থেকে কাজের উদ্দেশ্যে আসা অভিবাসীদের মধ্যে বাংলাদেশীদের সবার আগে প্রাধান্য তিনি। পরিস্থিতি বুঝে তাদের পাশে দাঁড়ান।

বাংলানিউজকে আল আমিন বলেন, এখানে টিকে থাকতে হলে কাজটি গুরুত্বপূর্ণ। দেখা গেলো, দেশ থেকে সদ্য আসা প্রবাসীদের ভাষা নিয়ে বিপাকে পড়তে হয়। প্রয়োজনীয় কাগজপত্র তৈরির আগে তাদের কাজ নিয়েও সঙ্কটে পড়তে হয়। সেসময় খণ্ডকালীন কাজও যোগাড় করে দিই তাদের।

আসলে বাংলাদেশি শ্রমিকদের অনেক সুনাম এখানে। তাদের জন্য কিছু একটা করতে পারা মানেইতো বাংলাদেশের জন্য করা, যোগ করেন আল আমিন।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
এসএনএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।