ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পর্যটন

পর্যটকদের জন্য ৫ বছরের ভিসার ঘোষণা আরব আমিরাতের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৬ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২০
পর্যটকদের জন্য ৫ বছরের ভিসার ঘোষণা আরব আমিরাতের

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরম আমিরাত এখন থেকে সব দেশের নাগরিকদের জন্য ৫ বছরের ট্যুরিস্ট ভিসা দেবে বলে ঘোষণা দিয়েছে।

সোমবার দেশটির প্রধানমন্ত্রী ও ভাইস-প্রেসিডেন্ট মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এ ঘোষণা দেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানা যায়।

 

এদিন সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক বার্তায় মোহাম্মদ বিন রশিদ বলেন, আমরা ট্যুরিস্ট ভিসা দেওয়ার পদ্ধতি ও সময়কালে বদল এনেছি। এখন থেকে বহুবিধ কাজে সব দেশের নাগরিকদের ৫ বছরের জন্য ট্যুরিস্ট ভিসা দেওয়া হবে।  

‘বছরে ২ কোটি ১০ লাখেরও বেশি পর্যটক আমাদের দেশে আসে। আমরা আরব আমিরাতকে আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে চাই। ’ 

সমুদ্র, মরুভূমি, স্থাপত্যসহ বিভিন্ন কারণে সারা বিশ্বের পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ সংযুক্ত আরব। প্রতি বছর লাখ লাখ মানুষ অবসর কাটাতে ছুতে যায় দেশটিতে।   

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২০ 
এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।