সোমবার (১৮ মে) প্রযুক্তিভিত্তিক সংগঠনটির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২০১৯ সালের ৭ আগস্ট প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশন।
অ্যাসোসিয়েশনের নব-নির্বাচিত সভাপতি দীপু সিকদার বলেন, দেশের পর্যটনখাতের উন্নয়নের স্বার্থে বাংলাদেশ ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশন (বিটা) গঠিত হয়। আবহমান বাংলার সবুজ প্রকৃতির অপরূপ বৈচিত্র্যের নৈসর্গিক লীলাভূমি আমাদের এ বাংলাদেশে পর্যটন শিল্পের অপার সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতে জাতীয় আয়ে বড় অবদান রাখবে দেশের পর্যটন শিল্প। এ লক্ষ্যে কাজ করবে বাংলাদেশ ই-টুরিজম অ্যাসোসিয়েশন।
‘আমাদের প্রথম কাজ হবে বিদেশে বংলাদেশের উজ্জ্বল ভাবমূর্তি সৃষ্টি করা, যাতে করে বিদেশিরা ঘোরার জন্য এ দেশে আসতে উৎসাহিত হেন। পর্যটন অবকাঠামোগত উন্নয়নে দরকারি যা কিছু, সেসব জোরালোভাবে সামনে নিয়ে আসা, পর্যটকদের সেবা প্রদান ও ট্যুর অপারেটর বা গাইডদের প্রশিক্ষণের মাধ্যমে দেশের বেকারত্ব দূর করা যাবে। সরকারের কাছ থেকে পর্যটকদের সর্বোচ্চ মানের সেবা প্রদান ও সারা দেশে মানসম্মত পর্যটন সুবিধা আদায়ের লক্ষ্যে আমরা কাজ করে যাব। ’
সামাজিক যোগাযোগ মাধ্যমে সব শ্রেণীর মানুষদের সহজে ও কম খরচে ভ্রমণে উৎসাহিত করতে কাজ করছে তরুণ ট্রাভেলাররা। একে আরও গতিশীল করতে একটি প্লাটফর্মে এক হওয়ার উদ্দেশ্যেই গঠিত হয়েছে বাংলাদেশ ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের প্রথম এ নির্বাচনে ১১২টি অনলাইন ট্রাভেল গ্রুপের অ্যাডমিন অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, মে ১৮, ২০২০
এসএইচএস/এইচজে