তিনি বলেন, ‘রাজশাহীতে সিভিল সার্জন কার্যালয় থেকে আমরা সহযোগিতা পেয়েছি। তারা বিমানবন্দরে প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স দেবেন।
শনিবার (১১ জুলাই) বাংলানিউজকে এ তথ্য জানান বেবিচক চেয়ারম্যান।
মো. মফিদুর রহমান বলেন, ‘ঈদুল আজহার আগে আমরা কক্সবাজারেও ফ্লাইট চালুর অনুমতি দেবো। স্থানীয় সিভিল সার্জন চিকিৎসক ও নার্স দেবেন বলে জানিয়েছেন। এছাড়া এয়ারলাইন্সগুলো সেখানে ফ্লাইট পরিচালনা করতে চায়। আশা করি, ঈদের আগেই সেখানে ফ্লাইট চালুর অনুমতি দেওয়া হবে। ’
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, জুলাই ১১, ২০২০
টিএম/এফএম