ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

পর্যটন

এথেন্সে বিমানের চার্টার্ড ফ্লাইট ২৭ জুলাই 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, জুলাই ১৯, ২০২০
এথেন্সে বিমানের চার্টার্ড ফ্লাইট ২৭ জুলাই 

ঢাকা: আগামী ২৭ জুলাই গ্রীসের এথেন্সে চার্টার্ড ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।  

রোববার (১৯ জুলাই) বিমানের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, আগামী ২৭ জুলাই বিজি ৪১৬৯ ফ্লাইটটি বাংলাদেশের স্থানীয় সময় ২০টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাবে। গ্রীসের নাগরিক, রেসিডেন্ট কার্ডধারী ও ওয়ার্ক পারমিটধারীরা ২২ জুলাই বিকেল ৫টার মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে বিমানের সেলস অফিস থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন। গ্রীস সরকারের নির্দেশনা অনুযায়ী যাত্রার ২৪ ঘণ্টা আগে পিএলএফ ফরম  Travel.gov.gr  গিয়ে পূরণ করতে হবে। কোভিড-১৯ সংক্রান্ত সব পরীক্ষা যাত্রার ৭২ ঘণ্টার মধ্যে করাতে হবে। এ সংক্রান্ত যাবতীয় তথ্য বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com থেকে পাওয়া যাবে।  

এতে আরও বলা হয়, ঢাকা থেকে এথেন্সে ইকোনোমি আসনে ভাড়া ১ লাখ ২৭ টাকা ও ব্যাগেজ ৪০ কেজি। বিজনেস আসনে ভাড়া ১ লাখ ৩০ হাজার ২ টাকা ও ব্যাগেজ ৫০ কেজি সঙ্গে নিতে পারবেন। বিশেষ ফ্লাইটের টিকিট অফেরতযোগ্য।  

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, জুলাই ১৯, ২০২০
টিএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।