ঢাকা: বৃহস্পতিবার (৩০ জুলাই) থেকে কক্সবাজারে ফের ফ্লাইট চালু করবে বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ার।
বুধবার (২৯ জুলাই) সংস্থাটির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বৃহস্পতিবার থেকে আপাতত কক্সবাজার রুটে প্রতিদিন তিনটি ফ্লাইট পরিচালনা করা হবে। জনপ্রতি একমুখী ভাড়া ৩৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
প্রতিদিন ঢাকা থেকে সকাল ৭টা ৩০ মিনিটে, দুপুর ১২টা ও বেলা ২টা ৩০ মিনিটে কক্সবাজারের উদ্দেশে প্লেন ছেড়ে যাবে। আবার কক্সবাজার থেকে সকাল ৯টা ০৫ মিনিটে, দুপুর ১টা ৩৫ মিনিটে ও বিকেল ৪টা ০৫ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।
হোটেল-মোটেল চালু হওয়া সাপেক্ষে শিগগিরই ভ্রমণপিপাসুদের জন্য হোটেলসহ ভ্রমণ প্যাকেজও ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
নভোএয়ার সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম, সৈয়দপুর, সিলেট ও যশোর, বরিশাল, রাজশাহী রুটে ফ্লাইট পরিচালনা করছে।
উল্লেখ্য, করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারি নির্দেশে ২৫ মার্চ থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ ছিল। গত ১ জুন থেকে পর্যায়ক্রমে চট্টগ্রাম, সৈয়দপুর, সিলেট, যশোর, বরিশাল ও রাজশাহী রুটে ফ্লাইট পরিচালনা শুরু হয়। সেই ধারাবাহিকতায় ৩০ জুলাই থেকে কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনা শুরু হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, জুলাই ২৯, ২০২০
টিএম/এমজেএফ