কিশোরগঞ্জ: অনাকাঙ্খিত যেকোনো দুর্ঘটনা রোধকল্পে কিশোরগঞ্জের নিকলী হাওর ভ্রমণে পর্যটকদের প্রতি সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে প্রশাসন।
শনিবার (১১ সেপ্টেম্বর) এ সংক্রান্ত সাতদফা সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উপজেলা প্রশাসন।
সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিকলীতে আগত সব পর্যটকদের নিম্নোক্ত বিষয়গুলোর প্রতি সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ করা হলো:
১। সাঁতার না জেনে পানিতে না নামা।
২। চলন্ত নৌযানে/নৌকার কিনারায় বা ঝুঁকিপূর্ণ স্থানে অবস্থান না করা।
৩। যাত্রার নিরাপদের নিমিত্ত নিজের সুরক্ষায় লাইফ জ্যাকেট বা পানিতে জীবন রক্ষাকারী উপকরণের ব্যবহার নিশ্চিত করা।
৪। বৈদ্যুতিক খুঁটি বা তারের কাছাকাছি স্থানে নৌকা গমণে সতর্কতা অবলম্বন করা।
৫। সন্ধ্যার পর এবং বৈরি আবহাওয়ার মধ্যে নৌকায় ভ্রমণ না করা।
৬। নৌকায় উচ্চস্বরে বাদ্যযন্ত্র না বাজানো।
৭। অপরিচিত ব্যক্তির সঙ্গে কোনো ধরনের লেনদেন, ভ্রমণ, খাদ্যগ্রহণ এবং কোনো অচেনা স্থানে ভ্রমণে সতর্কতা অবলম্বন করা।
হাওরে নিরাপদ ও আনন্দদায়ক ভ্রমণে এসব বিষয়ে সবাই সতর্ক থাকবে বলে প্রত্যাশা করছে প্রশাসন।
বাংলাদেশ সময়: ০৮১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২১
ওএইচ/