ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাণিজ্যমেলা

মেলায় রফতানি আদেশ ৮৮ কোটি টাকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৪
মেলায় রফতানি আদেশ ৮৮ কোটি টাকার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাণিজ্য মেলা থেকে: ১৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণকারী ব্যবসায়ীরা ৮৮ কোটি ৪৪ লাখ টাকার রফতানির আদেশ পেয়েছেন।

সোমবার বিকেলে মেলার সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানান আয়োজক প্রতিষ্ঠান রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান সুভাশীষ বসু।



তিনি জানান, এবারের বাণিজ্য মেলা সম্পূর্ণ সার্থক। মেলায় আগত দর্শনার্থীরা অত্যন্ত আনন্দের সঙ্গে কেনাকাটা করেছেন। মেলায় অংশ নেওয়া ব্যবসায়ীরা অভিজ্ঞতা কাজে লাগিয়ে তাদের ব্যবসা সম্প্রসারণের কাজও করবেন।



তিনি বলেন, মেলায় অভ্যন্তরীণ বিন্যাস এবং সাজসজ্জায় দর্শনার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বাণিজ্য সচিব মাহবুব আহমেদ, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।