স্টলের দায়িত্বে থাকা গ্যাজেট গ্যাং সেভেন এর কর্মকর্তা আবু জায়েদ বাংলানিউজকে বলেন, এবার ক্রেতাদের স্বল্পমূল্যে, আকর্ষণীয় ও টেকসই ট্যাব-মোবাইল নিয়ে এসেছে। ‘ধাক্কা অফার’ নামে ট্যাব-মোবাইলে বিশাল ছাড় দেওয়া হচ্ছে।
২০১৬ সালের মেলায় ‘বেসম্ভব অফার’, ২০১৫ সালে ‘মাথা নষ্ট অফার’ এর মাধ্যমে ট্যাব ও মোবাইলে বিশাল ছাড় দেওয়া হয় বলে জানান তিনি।
একটি কিনলে তিনটি ফ্রি গিফট দেওয়া হচ্ছে জানিয়ে আবু জায়েদ বলেন, মেলায় চায়নার তৈরি গ্যাজেট গ্যাং সেভেন এর ‘জি-৮ প্রো’ নামে ট্যাব ২ হাজার টাকা ছাড়ে দেওয়া হচ্ছে মাত্র ৮ হাজার ৭শ টাকা। সঙ্গে ফ্লিপ কভার, টেম্পার্ড গ্লাস, ওটিজি ক্যাবল। একবছরের ওয়ারেন্টি তো থাকছেই।
ক্রেতা আকর্ষণে ১১ হাজার ৯৯০ টাকার মেইজু এম-৩ অ্যানড্রয়েড ফোন, ১৫ হাজার ৯০০ টাকায় মেইজু এম-৩ নোট দেওয়া হচ্ছে। ৩ বছরের ওয়ারেন্টি যুক্ত মোবাইলের সঙ্গে একটি বিয়ার বক্স, সেলফি স্ট্রিক, হেডফোন, ব্লাক কভার ও টেম্পার্ড গ্লাস গিফট থাকছে।
শাওমি রেডমি নোট-৪ মেলায় ২ হাজার টাকা ছাড়ে দেওয়া হচ্ছে ১৬ হাজার ৭শ টাকায়, শাওমি রেডমি-৪ প্রাইম ১ হাজার টাকা ছাড়ে ১৪ হাজার ৭শ টাকায়। সঙ্গে থাকছে ইউএসবি ফ্যান ও গ্যাজেট গ্যাং সেভেন ব্রান্ডের একটি মগ।
আবু জায়েদ বলেন, ধাক্কা অফারে বেশ সাড়া পাওয়া যাচ্ছে। বিশেষ করে ট্যাব ও স্টাইল মোবাইলপ্রেমীদের কাছ থেকে। তবে এখন অনেকেই দেখে যাচ্ছে। মেলার শেষের দিকে বিক্রি বাড়বে।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
আরইউ/এএ