বসুন্ধরা গ্রুপ বাংলাদেশে বাবা-রাফির মাস্টার ফাঞ্চাইজি। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) মো. মোস্তাফিজুর রহমান।
বাবা-রাফির স্টল কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাবা-রাফি বাণিজ্যমেলার দর্শনার্থীদের জন্য সুলভ মূল্যে বিশেষ সব কাবাব আইটেম নিয়ে এসেছে। এর মধ্যে রয়েছে বিফ কাবাব, চিকেন কাবাব, ক্রিপ্সি চিকেন কাবাব, কাবাব বার্গার, কাবাব সাব ও কাবাব রাইস।
আরও জানা গেছে, বাণিজ্যমেলার প্রধান গেটের কাছাকাছি বাবা-রাফির আরেকটি স্টল রয়েছে। স্টল নাম্বার জিএমপি-১৯।
বাবা-রাফির ব্র্যান্ড এক্সিকিউটিভ শেখ রিফাত জিসান বাংলানিউজকে বলেন, বাণিজ্যমেলায় বিভিন্ন খাবারের দোকানে গিয়ে ক্রেতাদের ঝামেলায় পড়তে হয়। কিন্তু বাবা-রাফির স্টলে ক্রেতাদের কোনো ধরনের সমস্যায় পড়তে হবে না। বিশ্ব বিখ্যাত সব কাবাব মেলায় বসেই ক্রেতারা সুলভ মূল্যে খেতে পাবেন।
রাজধানীতে বাবা-রাফির কাবাব চেইন শপ রয়েছে ৯টি।
বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা জানুয়ারি ০১, ২০১৮
এমএসি/আরআর