ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বাণিজ্যমেলা

বাণিজ্যমেলায় প্যাভিলিয়ন নির্মাণে ব্যস্ততা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৮ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৮
বাণিজ্যমেলায় প্যাভিলিয়ন নির্মাণে ব্যস্ততা বাণিজ্যমেলায় স্টল-প্যাভিলিয়ন নির্মাণে ব্যস্ত শ্রমিকরা/ ছবি: কাশেম হারুন

ঢাকা: দেশি-বিদেশি পণ্যের সমাহার নিয়ে শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। মেলার দ্বিতীয় দিনে বেচাকেনার চেয়ে প্যাভিলিয়ন নির্মাণের কাজেই বেশি ব্যস্ত দেখা গেছে কর্মচারীদের।

মঙ্গলবার (০২ জানুয়ারি) মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, দর্শনাথীদের আগমন একদমই কম। সকাল গিয়ে বেলা দুপুরে গড়ালেও মেলা প্রাঙ্গণ ফাঁকাই রয়ে যায়।

১৭টির মতো বিদেশি প্যাভিলিয়ন রপ্তানি উন্নয়ন ব্যুরোর তালিকায় থাকলেও বাস্তবত  হাতে গোনা ৪/৫টি প্যাভিলিয়ান প্রস্তুত হয়েছে। কিছু প্যাভিলিয়নে পণ্য সামগ্রী এনে স্তূপ করে রাখা হয়েছে। কোনো কোনো প্যাভিলিয়ন এখনো গড়ে ওঠেনি।  
বাণিজ্যমেলায় স্টল-প্যাভিলিয়ন নির্মাণে ব্যস্ত শ্রমিকরা/ ছবি: কাশেম হারুনব্রাদার্স ফার্নিচারের প্যাভিলিয়ন ইনচার্জ রাশেদুল আহসান বাংলানিউজকে বলেন, মাত্র তো দুই দিন। মেলা জমজমাট হতে কমপক্ষে ১০/১৫ দিন সময় লাগবে। প্রতি বছরই দেখা যায় প্রথম সপ্তাহে যারা আসেন তারা শুধু কী কী পণ্য উঠেছে তাই দেখতে আসেন, কেনাকাটা শুরু হয় ১০ তারিখের পর।  
আরএফএল-এর অপারেশন ম্যানেজার জহিরুল ইসলাম জহির জানান, মেলা মাত্র শুরু হয়েছে, আরও কয়েকদিন লাগবে জমে উঠতে। মেলায় প্রাণ আরএফএল-এর ৪০টি স্টল রয়েছে বলেও জানান তিনি।  

মেলার আয়োজক কমিটির সদস্য আব্দুর রশিদ জানান, প্রতি বছরই মেলায় প্রথম সপ্তাহে দর্শনার্থীর উপস্থিতি কম থাকে। তবে শুক্রবার থেকে দর্শনার্থী বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

গত বছরের মতো এবারও ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৮
এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।