মেটাল, অক্সি, এন্টিক, এমিটেশন, গোল্ডপ্লেট আর পাথরের তৈরি নানা রং আর ডিজাইনের তৈরি অলংকারগুলো দূর থেকেই দেখতে আকর্ষণীয় মনে হচ্ছে। কাছ থেকে দেখতেও সুন্দর।
অবন্তি রয় নামের এক ক্রেতা কিনবেন নেকলেস। বাংলানিউজকে বলেন, মেলায় অনেকগুলো অলংকারের স্টলই ঘুরেছি। তবে দূর থেকেই কাছে টেনেছে ঝুমকা। ভেতরে ঢুকেও বেশ কয়েকটা পছন্দ হয়েছে।
অহনা মির্জা বলেন, এন্টিকের হার কিনতে এসেছি। পছন্দও হয়েছে।
ঝুমকার সেলস ম্যান মো. গাউস শেখ বাংলানিউজকে জানান, আমাদের পণ্যগুলোর মধ্যে ডিজাইন ভালো হওয়ায় প্রায় সবই ভালো চলে। তবে ক্রেতা তার সামর্থ্য বুঝে পছন্দ করেন। এক্ষেত্রে এন্টিকেরগুলো একটু সামর্থ্যবানরাই নেন, মেটাল মধ্যবিত্তরা পছন্দ করেন। অন্যগুলোও অনেকে কেনেন।
বেচা-বিক্রি ভাল হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, মাত্র তো মেলার তিনদিন। আশাকরি দশমদিন থেকেই অনেক বেশি সাড়া পাওয়া যাবে।
বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
ইইউডি/এসএইচ