ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাণিজ্যমেলা

মেলায় ৭০০ টাকায় মিলছে ৩ সেট থ্রি-পিস!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
মেলায় ৭০০ টাকায় মিলছে ৩ সেট থ্রি-পিস! মেলায় পাওয়া যাচ্ছে ৭০০ টাকায় মিলছে ৩ সেট থ্রি-পিস। ছবি: বাংলানিউজ

ঢাকা: আজকাল থ্রি-পিস কেনা মানেই হাজার টাকার নিচে কল্পনাই করা যায় না। কিন্তু তিন সেট থ্রি-পিসের দাম মাত্র ৭০০ টাকা! তাও আবার খোদ রাজধানীর ভেতরে! অবাক হলেও সত্য যে, এ ধরনের অবিশ্বাস্য দামেই ঢাকা আর্ন্তজাতিক বাণিজ্যমেলায় মিলছে থ্রি-পিস। মেলায় গোল্ডেন অফারে একসেট থ্রি-পিসের দাম রাখা হচ্ছে ৩০০ টাকা আর তিন সেট থ্রি-পিসের দাম রাখা হচ্ছে মাত্র ৭০০ টাকা।

রোববার (১২ জানুয়ারি) মেলা প্রাঙ্গণ ঘুরে এসব তথ্য জানা গেছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, বাণিজ্যমেলার ভিআইপি গেট দিয়ে প্রবেশ করতেই চোখে পড়বে ছোঁয়া কালেকশন।

প্রথমবারের মতো তারা মেলা প্রাঙ্গণে এসেছে তাদের পণ্য নিয়ে। লাভের চেয়ে বিক্রিকেই বেশি গুরুত্ব দিচ্ছে স্টলটি। এ স্টলেই চলছে গোল্ডেন অফার, ফ্যামিলি অফার আর প্রিন্ট অফার। এ অফারে অবিশ্বাস্য দামে মিলছে এসব পণ্য। থি-পিসের সঙ্গে টানানো মূল্যছাড়।  ছবি: বাংলানিউজস্টলটিতে গোল্ডেন অফারে একসেট থ্রি-পিসের দাম রাখা হচ্ছে মাত্র ৩০০ টাকা। আর একই অফারে তিন সেট থ্রি-পিস কিনলে দাম রাখা হচ্ছে ৭০০ টাকা। এ স্টলটিতে ফ্যামিলি অফারে এসব থ্রি-পিসের দাম রাখা হচ্ছে মাত্র ৪৫০ টাকা। এ অফারে তিন সেট থ্রি-পিসের দাম রাখা হচ্ছে ১১০০ টাকা। একইভাবে স্টলটিতে রয়েছে প্রিন্ট অফার। এ অফারে এক সেট থ্রি-পিসের দাম রাখা ৫৫০ টাকা, এ অফারে দুই সেট থ্রি-পিসের দাম রাখা হচ্ছে ১০০ টাকা। এছাড়া এ স্টলে কাশ্মির শালে চলছে ২০০ টাকা ছাড়, বুননে ১০০ টাকা ছাড়।

প্রতিষ্ঠানটির পরিচালক মো. দিদার বাংলানিউজকে বলেন, আমরা মেলায় প্রথমবারের মতো অংশ নিয়েছি। আমরা লাভের চেয়ে বিক্রিটিকে বেশি গুরুত্ব দিচ্ছি। আমরা বেশি বিক্রি করতে চাই। আমাদের প্রতিটি পণ্যের দাম কম হলেও পণ্যগুলো মান সম্মত, টেকসই। কোনো সমস্যা থাকলে মেলাচলাকালীন পরিবর্তন করে নিতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
ইএআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।