প্রকৃতির অদ্ভূত খেয়ালের আশ্চর্য সৃষ্টির মধ্যে জলপ্রপাত বা ঝরনা একটি। পৃথিবীতে এতো সুন্দর সুন্দর জলপ্রপাত আছে যে সেটা দেখলে আপনার চোখ ছানাবড়া হবে নিঃসন্দেহে।
বাংলানিউজের ট্রাভেলার্স নোটবুকের পাঠকদের জন্য বিশ্বের সুন্দর জলপ্রপাতের কয়েকটি-
বাওফেং লেক, চায়না
বাওফেং লেক চায়নার একটি আকর্ষণীয় স্থান। এই সরু লেকটি চারিদিকে পাহাড় বেষ্টিত। বিশ্বের সাজানো স্বর্গ থেকে সৈন্যবাহিনীর মতো জলোপ্রপাত হয়। এখানে নৌকাভ্রমণ করলে আপনি আকর্ষণীয় পাথর ও সবুজ গাছপালার সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
অ্যাঞ্জেল ওয়াটারফল, ভেনেজুয়ালা
পৃথিবীর অধিকাংশ ঝরনার কাছে ভ্রমণ জটিল ব্যাপার হলেও অ্যাঞ্জেল ওয়াটারফলস ভেনেজুয়ালার শীর্ষ পর্যটন কেন্দ্র। এ ঝরনাটি বিচ্ছিন্ন জঙ্গলের মধ্যে অবস্থিত। এটি উচ্চতায় ৩২১২ ফুট। এটা বিশ্বের সর্বোচ্চ অবাধ জলপ্রপাত।
পঙ্গুয়া ওয়াটারফল, ভিয়েতনাম
এই জলপ্রপাতটি ডেলেট’র একটি শক্তিশালী জলোপ্রপাত। ডেলেট থেকে ৫০কিলোমিটার দূরে পর্বতশ্রেণির মধ্যে অবস্থিত। পঙ্গুয়া ওয়াটারফলটি উচ্চতায় ৪০মি.। এই উচ্চতা থেকে পানি যখন একটি বড় লেকে পড়ে তখন যে প্রতিধ্বনির সৃষ্টি হয় তা অনেক দূর থেকে শুনতে পাওয়া যায়।
লওয়ার লুইস রিভারফল, ওয়াশিংটন
দক্ষিণ-পশ্চিম ওয়াশিংটনের ১৫৩ কি.মি. লম্বা লওয়ার লুইস রিভারফলটি কলোম্বিয়া নদীর উপনদী। এটি কলোম্বিয়া নদীর উত্তর নির্ঝর অংশ নির্গমন করে। এই সুন্দর এবং বেশ শক্তিশালী জলপ্রপাত আসলে কম জলের সময়ে ভাল দেখায় ।
মালটনমাহ ওয়াটারফল, আমেরিকা
মালটনমাহ ওয়াটারফল ঐতিহাসিক কলম্বিয়া নদীর হাইওয়ে বরাবর। করবেট এবং ডোডসোনের মধ্যে কলম্বিয়া নদীর ঘাট অরেগন এর দিকের এ জলপ্রপাত। দুটি ধাপে এই ঝরনা থেকে পানি ঝরে। মালটনমাহ ওয়াটারফল অরেগন রাজ্যের সবচেয়ে দীর্ঘ জলপ্রপাত এটি।
প্রিয় পাঠক, ভ্রমণ যাদের নেশা, বেড়ানোর সুযোগ এলে যারা উড়িয়ে দেন সব বাধা, কাজের অংশ হিসেবে যারা ভ্রমণ করেন কিংবা যাদের কালেভদ্রে সুযোগ হয় ভ্রমণের তারা সবাই হতে পারেন ট্রাভেলার্স নোটবুক’র লেখক। আপনার ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন বাংলানিউজের পাঠকদের সঙ্গে।
আর একটা কথা লেখার সঙ্গে ছবি পাঠাতে ভুলবেনই না, সেই সঙ্গে বাতলে দিন সেখানে যাওয়ার পথঘাটের বিবরণও।
প্রিয় পাঠক, আপনার ভ্রমণ আনন্দ বিশ্বজুড়ে বাঙালির কাছে ছড়িয়ে দিতে আমাদের ই-মেইল করুন-[email protected] এই ঠিকানায়।
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৪