ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ট্রাভেলার্স নোটবুক

পৃথিবীর আশ্চর্য সুন্দর সব ঝরনা-২

সামিয়া হোসেন সারা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৪
পৃথিবীর আশ্চর্য সুন্দর সব ঝরনা-২

ঘুরতে কে না পছন্দ করে। এমন কোনো ব্যক্তি নেই যার ইচ্ছা হয় না পৃথিবীর সব সুন্দর স্থান একবার হলেও নিজ চোখে দেখতে।

প্রকৃতির অদ্ভূত খেয়ালের আশ্চর্য সৃষ্টির মধ্যে জলপ্রপাত বা ঝরনা একটি। পৃথিবীতে এতো সুন্দর সুন্দর জলপ্রপাত আছে যে সেটা দেখলে আপনার চোখ ছানাবড়া হবে নিঃসন্দেহে। আপনার মুখ দিয়ে হয়তো আপনাআপনি বের হয়ে আসবে আহ! অদ্ভূত আর ভয়ঙ্কর সুন্দর বোধ হয় একেই বলে।

সম্ভব হলে পরিবার-পরিজন অথবা প্রিয় মানুষটিকে নিয়ে একবার দেখেই আসুন না এই ভয়ংকর সুন্দর জলপ্রপাতগুলো!

বাংলানিউজের ট্রাভেলার্স নোটবুকের পাঠকদের জন্য বিশ্বের সুন্দর জলপ্রপাতের আরো কয়েকটি- 


                                                                পার্ল ওয়াটারফল, চায়না
এই অসম্ভব সুন্দর জলপ্রপাতটি চায়নায় অবস্থিত। ৪০ মিটার ওপর থেকে এই জলপ্রপাতের পানি ঝরে।  


                                                               করক্সক্রেও ওয়াটারফল, ওহিও,আমেরিকা
করক্সক্রেও ওয়াটারফলটি ওহিওর একটি অন্যতম আকর্ষণীয় স্থান। এই জলপ্রপাতটি লোগান থেকে মাত্র ছয় কিলোমিটার দূরে অবস্থিত।


                                                                                    ফেইরি পুলস, স্কটল্যান্ড
স্কটল্যান্ডের দক্ষিণের একটি ক্ষুদ্রদ্বীপে এই জলপ্রপাতটি খুঁজে পাবেন।


                                                                  হাভাসু ওয়াটারফল, অ্যারিজোনা, আমেরিকা
হাভাসু ওয়াটার ফলটি অ্যারিজোনাতে অবস্থিত। এ জলপ্রপাতটি এর সৌন্দর্যের জন্য সারা বিশ্বে পরিচিত।

                                                                             বিগার ওয়াটারফল, রোমানিয়া
বিগার ওয়াটারফল দক্ষিণ-পশ্চিম রোমানিয়ার একটি সংরক্ষিত এলাকা। এটিকে অনেকে বিগার স্প্রিংও বলে থাকে। এটি পৃথিবীর একটি অসাধারণ এবং রোমানিয়ার একটি সুন্দর জলপ্রপাত।


                                                                    রামোনা ওয়াটারফল, অরেগান, আমেরিকা
রামোনা জলপ্রপাতটি পোর্টল্যান্ড, অরেগনের মধ্যে অবস্থিত। গ্রীষ্মকালে পোর্টল্যান্ডসহ সারা পৃথিবীর ভ্রমণপিপাসুদের জন্য এটি একটি আকর্ষণীয় স্থান।


                                                                           ভিক্টোরিয়া ওয়াটারফল, জিম্বাবুয়ে
এই বৃহত্তম এবং আকর্ষণীয় জলপ্রপাতটি জিম্বাবুয়েতে অবস্থিত।  

** পৃথিবীর আশ্চর্য সুন্দর সব ঝরনা-১


 

পৃথিবীর আশ্চর্য সুন্দর সব ঝরনা-১

 


বাংলাদেশ সময়: ০১৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।