মালয়েশিয়া: প্রতি বছর মালয়েশিয়া থেকে প্রচুর সংখ্যক বাংলাদেশি সিঙ্গাপুর ঘুরতে যান। মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর বেড়াতে চাইলে বাংলাদেশি পাসপোর্ট বহনকারীদের ভিসার জন্যও কি কি কাগজপত্র লাগবে তা জেনে নেই।
১। ১ কপি 14A স্বাক্ষরিত ফর্ম ।
২। ১ কপি সিঙ্গাপুরে অবস্থিত স্থানীয় অথবা এন আর আই সি কার্ড বহনকারীর স্বাক্ষরিত V39A ফর্ম।
৩। যাদের পরিচিত কোনো স্থানীয় অধিবাসী নেই, তাদের জন্য হোটেল বুকিং এবং রিটার্ন টিকিটের ফটোকপি ১ কপি।
৪। ১ কপি পাসপোর্ট সাইজ ছবি-সাদা ব্যাকগ্রাউন্ড এবং তিন মাসের মধ্যে তোলা ছবি।
৫। ১ কপি পাসপোর্ট ফটোকপি (নিজের ছবি ও ঠিকানা সম্বলিত উভয় পাতা, এবং মালয়েশিয়া ভিসা সম্বলিত পাতা) ।
৬। ১২০ রিঙ্গিত প্রক্রিয়াকরণ ফিস। (৩১৫০ টাকা)।
৭। পাসপোর্ট ।
ভিসা প্রক্রিয়াকরণে সময় লাগবে ৫-৭ দিন। আবেদন পত্র জমাদানকালে আবেদনকারীকে উপস্থিত থাকতে হবে।
ভিসার জন্য আবেদন করতে হবে ভিসা এজেন্টের মাধ্যমে।
14A, V39A ফর্ম, ভিসা এজেন্টের নাম এবং ঠিকানার বিস্তারিত পাওয়া যাবে মালয়েশিয়ায় অবস্থিত সিঙ্গাপুর হাই কমিশনের http://www.mfa.gov.sg এই ওয়েবসাইটে।
** ভারত ভ্রমণে ভিসা পেতে
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৪