ঢাকা: বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার নাদিরা কিরণকে সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) তানজিম আনোয়ারকে সাধারণ সম্পাদক করে অ্যাভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (২৯ মে) বিকেলে এটিজেএফবি-এর সাংগঠনিক সম্পাদক মো. শফিউল্লাহ সুমন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, আগামী দুই বছর (২০১৫-১৭) মেয়াদী ২৩ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সহ সভাপতি হয়েছেন-মুজিব মাসুদ (যুগান্তর), শরীফুল ইসলাম (ডেইলি স্টার) ও আলতাব হোসেন (সমকাল)।
আর সহ সাধারণ সম্পাদক হয়েছেন- ইশতিয়াক হুসাইন (ঢাকা ট্রিবিউন) ও নিলাদ্রি মহারত্ম (ইনডিপেন্ডেন্ট টেলিভিশন), সাংগঠনিক সম্পাদক মো. শফিউল্লাহ সুমন (বিটিভি), কোষাধ্যক্ষ আশিক হোসেন (বিডিনিউজ২৪.কম), তথ্য ও গবেষণা সম্পাদক আজাদ সোলায়মান (জনকন্ঠ), দপ্তর সম্পাদক জিয়াউল হক সবুজ (বাংলাভিশন), প্রকল্প সমন্বয়ক সম্পাদক রাজীব ঘোষ (এটিএন নিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক রিপন ইমরান (ভোরের কাগজ), কর্পোরেট আ্যফেয়ার্স সম্পাদক মনজুরুল ইসলাম (বণিক বার্তা), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুক্তাদির রশীদ রোমিও (নিউএজ) ও সাংস্কৃতিক সম্পাদক রিতা নাহার (বৈশাখী টেলিভিশন)।
এছাড়া মাসুদ রুমী (কালের কন্ঠ), চকর মালিথা ( চ্যানেল আই), অাব্দুল্লাহ তুহিন ( যমুনা টেলিভিশন), আহমেদ সারওয়ার ভূঁইয়া (বাংলাভিশন), মুশফিকুর রহমান (মোহনা টিভি), বাতেন বিপ্লব (এসএ টিভি) এবং শরীফুল হাসান (প্রথম আলো) নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, মে ২৯, ২০১৫
পিআর/এমএ