ঢাকা: শ্রীমঙ্গলের প্রখ্যাত নীলকন্ঠ চা কেবিনে অনুষ্ঠিত হয়ে গেল পর্যটনলিপির ‘আড্ডা’।
পর্যটন শিল্পের সম্ভাবনা ও নানা সমস্যা-সীমাবদ্ধতা নিয়ে আলোচনা হয়।
শনিবার (০৩ অক্টোবর) এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শুক্রবার অনুষ্ঠিত এ আড্ডায় উপস্থিত ছিলেন পর্যটনলিপির প্রতিষ্ঠাতা দেবান দত্ত ও আকরাম সাইদ এবং সহ প্রতিষ্ঠাতা মহিউদ্দিন আহমেদ সুমন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্যুরিজম ডেভেলপার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান এম জামিউল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন পরিবেশবাদী সংগঠন বাপা’র জেলা কমিটির সাধারণ সম্পাদক আ স ম খালেদ সোহেল এবং হোটেল গ্র্যান্ড সুলতানের মার্কেটিং ম্যানেজার মোহাম্মদ জহিরুল ইসলাম (ডাল্টন জহির)।
আড্ডায় বক্তারা শ্রীমঙ্গলে পর্যটন সংক্রান্ত নানা সমস্যা সমাধান নিয়ে আলোচিনা করেন। একই সঙ্গে শ্রীমঙ্গলের সব ট্যুর গাইডসহ পর্যটন শিল্পে সংশ্লিষ্টদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্রুতি দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
এমএ