সিলেটে তিন দিনব্যাপী দ্বিতীয় আন্তর্জাতিক পর্যটন মেলা ‘সিলেট ট্রাভেল মার্ট-২০১৫’ বৃহস্পতিবার (০৮ অক্টোবর) থেকে শুরু হচ্ছে।
সোমবার (০৫ অক্টোবর) আয়োজকদের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দেশের শীর্ষস্থানীয় ভ্রমণবিষয়ক পাক্ষিক দ্য বাংলাদেশ মনিটর এ মেলার আয়োজন করছে। সহযোগিতা করছে এয়ারলাইন্স ক্লাব অব সিলেট।
প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেটের রোজভিউ হোটেলে বৃহস্পতিবার সকাল ১১টায় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন।
বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান অপরূপ চৌধুরী ও সিলেট বিভাগের ভারপ্রাপ্ত কমিশনার আল আমীন।
সিলেট ট্রাভেল মার্টে দেশের বিভিন্ন উড়োজাহাজ সংস্থা, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট ও পর্যটন ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেবে।
এদিকে ৭ অক্টোবর বিকেলে রোজভিউ হোটেলের বলরুমে ‘বাংলাদেশে অ্যাডভেঞ্চার ট্যুরিজম এর সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনার হবে।
৮ অক্টোবর থেকে শুরু হওয়া মেলা চলবে ১০ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে মেলা।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
এমএ/