ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ট্রাভেলার্স নোটবুক

১৬ হাজার টাকায় ভুটান ভ্রমণ

ট্রাভেলার্স নোটবুক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
১৬ হাজার টাকায় ভুটান ভ্রমণ

ঢাকা: ১৬ হাজার টাকায় ভুটানে এক সপ্তাহের গ্রুপ ট্যুরের আয়োজন করেছে পর্যটন সেবাদানকারী প্রতিষ্ঠান কসমস হলিডে।

রোববার (২৪ জানুয়ারি) এ অফারের ঘোষণা দেওয়া হয়।



অফারে বলা হয়েছে, সড়ক পথে ভুটানে যেতে চাইলে আগ্রহীদের ৫ ফেব্রুয়ারির মধ্যে নিবন্ধন করতে হবে। সাতদিন ৬ রাতের ট্যুর শুরু হবে ১৮ ফেব্রুয়ারি।

ন্যূনতম ৭ হাজার টাকা দিয়ে বুকিং দেওয়া যাবে। পরিবারের সদস্যদের নিয়েও আগ্রহীরা লুফে নিতে পারেন এই অফারটি।

গ্রুপ ট্যুরে ৩০জনের একটি দল থাকবে। অফারে এসি বাসে আসা-যাওয়া, শেয়ার ভিত্তিতে হোটেলে থাকা ও নাস্তা-দুপুরের খাবার অন্তর্ভুক্ত।

বিস্তারিত 01778-889203. 01778-889204, 01778-889205, 01778-889141, 01778-889140 নম্বরে কল দিয়ে জানা যাবে।

প্রতিষ্ঠানটির ওয়েবসাইট www.cosmosholiday.com.bd ও 02-9110093 এবং02-9129679 টেলিফোন নম্বরে কল দিয়ে ট্যুর বিষয়ে জানতে পারবেন ভ্রমণ পিয়াসুরা।

এছাড়া রাজধানীর ধানমণ্ডির সোবহানবাগের মোহাম্মদিয়া সুপার মার্কেটের দ্বিতীয় তলায় কসমস হলিডে’র কার্যালয়েও যোগাযোগ করা যাবে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জানুয়‍ারি ২৪, ২০১৬
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।