কমলাসাগর (ত্রিপুরা) থেকে ফিরে: বিশাল দিঘিটার তিন দিকই কাঁটাতারে মোড়া। খোলা কেবল পূর্ব দিকটা।
বিশাল দিঘিটার পাড় জুড়ে পাম গাছের সারি। এই ভর সন্ধেতেও পানিতে দাপিয়ে গরম কাটাচ্ছে কিছু মানুষ। দিঘির পাড়ে ভারতের মাটিতে ভারতেরই মোবাইল অপারেটর এয়ারটেলের নেটওয়ার্ক বন্ধ হয়ে গেছে অনেক আগেই। ফুল নেওয়ার্ক শো করছে বাংলাদেশের গ্রামীণ। টাইমটাও পালটে আধা ঘণ্টা এগিয়ে গেছে ঘড়ির কাঁটা।

প্রথম দিকে এ মন্দিরে পূজা দেওয়া হতো দেবী দুর্গার। কিন্তু ক’বছর বাদেই কালিবাড়ি নামে পরিচয় পেতে থাকে মন্দিরটি। এখানে মন্দিরগৃহে স্থাপিত দেবীর ভাবমূর্তিকে মহিষমর্দিনীর অনুরূপ হিসাবে বর্ণনা করা হয়ে থাকে।
মন্দির ও দিঘির মাঝখানে আর একটি উঁচু টিলার ওপরের ট্যুরিস্ট লজের বারান্দায় বসলে বেশ নজরে আসে কুমিল্লা শহর।

২০৩৯ নম্বর সীমান্ত পিলার লাগোয়া এ বর্ডার হাট গড়া হয়েছে উভয় দেশের ১৪০ শতক জমির ওপর।
বাংলাদেশের লুঙ্গি, গামছা আর শুঁটকির বেজায় কদর এ হাটে। আরো বিক্রি হয় সবজি, ফল, পানীয়, মেলামাইন সামগ্রী। আর ভারতীয় পণ্যের মধ্যে প্রসাধন সামগ্রীই বেশি কেনে বাংলাদেশিরা। আরো কেনে বিভিন্ন ধরনের ফল।

কিছুক্ষণ পর আঁধার ফুঁড়ে একটা অটো এলো বটে, কিন্তু তাতে চড়ে কিছুদূর এগুতেই গা ছমছম করতে শুরু করলো।
টিলাময় রাস্তার উভয় পাশে গভীর বন। জনবসতি খুব একটা চোখে পড়লো না। মধুপুর বাজারে আসার পরও তাই অনেক দূর মনে হলো গন্তব্যটাকে। শেষ তক, ১৪ কিলোমিটার রাস্তা ৫০ মিনিটে পাড়ি দিয়ে ৪৪ নম্বর জাতীয় হাইওয়েতে এলো অটোরিকশা। এখান থেকে বাসে আরও ১৩ কিলোমিটার পাড়ি দিলে আগরতলা নামা যাবে হাওড়া নদীর পাড়ে।
বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৬
জেডএম/
আরও পড়ুন
** ১০ টাকায় পুরা ত্রিপুরা!
** রুদ্রসাগরের জলপ্রাসাদে
** গোবিন্দের ভুবনেশ্বরীতেই রবি ঠাকুরের রাজর্ষি বিসর্জন
** ত্রিপুরা সুন্দরীর কল্যাণ সাগরে বোষ্টমী ধুঁকছে (ভিডিও)
** আগরতলায় শতবর্ষী মসজিদ, প্রাসাদের আদলে স্টেশন
** রাজ প্রাসাদ যেখানে জাদুঘর
** মাণিক্য রাজ্যের নাম কি করে ত্রিপুরা
** আড়াইশ’ টাকায় আগরতলা, ঢাকা থেকে ৪ ঘণ্টা