ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ট্রাভেলার্স নোটবুক

গাবখান সেতুতে উপচে পড়া ভিড়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, জুন ২৮, ২০১৭
গাবখান সেতুতে উপচে পড়া ভিড় গাবখান সেতুতে মানুষের ভিড়। ছবি: বাংলানিউজ

ঝালকাঠি:  গাবখান সেতু হলো পঞ্চম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু। বাংলার সুয়েজখাল হিসেবে পরিচিত গাবখান চ্যানেলের ওপরে তৈরি অনন্য এ সেতুটি এখন বিনোদন কিংবা ভ্রমণ পিপাসু মানুষের জন্য আকর্ষণীয় স্থাপনা।

ঈদের ছুটি কাটাতে ঝালকাঠি শহরের বিনোদনকেন্দ্রগুলোর পাশাপাশি গাবখান সেতুতে প্রতিদিন বিনোদন প্রেমী মানুষ ভিড় করছেন। ঈদের দিন বিকেল থেকে শুরু করে বুধবার (২৮ জুন) অবধি প্রতিদিন বিকেলে হাজারো মানুষ সু-উচ্চ এই সেতুটিতে আসছেন প্রিয়জনদের নিয়ে ঘুরতে।

সেতুটির নিচ দিয়ে বয়ে চলা চ্যানেল আর চারপাশের প্রাকৃতিক পরিবেশ দেখে মুগ্ধ হচ্ছেন সবাই।

ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম এলাকার বাসিন্দা মাসুদ হোসেন জানান, ঈদে কোথায় ঘুরতে যাবেন ঠিক করতে করতে নিজের ছোট ভাই-বোনসহ চাচাতো-মামাতো ভাই-বোনদের নিয়ে গাবখান সেতুতে এসেছেন। এখানে এসে প্রাকৃতিক পরিবেশ সবাইকে মুগ্ধ করেছে। পাশাপাশি ছেলে-মেয়েদের নতুন নতুন ঈদ পোশাকে  যেন সেতু এলাকাকে নতুন সাজে সাজিয়ে তুলেছে এমনটাই মনে হয়েছে।

এদিকে জেলা শহরে তেমনভাবে বিনোদন কেন্দ্র না থাকলেও সুগন্ধা নদী পাড়ের মিনিপার্কটিতে মানুষের ঢল নামছে প্রতিদিন বিকেলে। কখনো রোদ কখনো আবার গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই অনেকে নৌকা বা ট্রলার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন সুগন্ধার বুকে।

বাংলা‌দেশ সময় : ১৯১০ ঘণ্টা, জুন ২৮, ২০১৭
এমএস/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।