কিন্তু ঢাকা থেকে এত দূর একা যেতে ইচ্ছা করছিলো না। এমন সময় রেলওয়ের ইঞ্জিনিয়ার বন্ধু দিপুর সৌজন্যে একা একা ভ্রমণের কষ্টটা আর পোহাতে হলো না।
সকালে চট্টগ্রাম পৌঁছে দিপুর বাসায় ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে রওনা দিলাম কাপ্তাইয়ের উদ্দেশ্যে। চট্টগ্রামের বহদ্দারহাট থেকে বাসে করে পৌঁছলাম কাপ্তাই নতুন বাজার। সেখানে ছোট ভাই হাসান আমার জন্য অপেক্ষা করছিল। এরপর বেড়ান্যে লেকে ঘুরে আসার জন্য আপ-ডাউন হিসেবে সিএনজি অটোরিকশা ভাড়া করলাম।
পাহাড়ি রাস্তা দিয়ে আমাদের অটোরিকশা কখনও ওপরে উঠছে আবার কখনও রোলার কোস্টারের মত সাঁই সাঁই করে নেমে যাচ্ছে। এভাবে একসময় আমরা পৌঁছে গেলাম বেড়ান্যে লেকে। একদিকে বন আরেক দিকে লেক। উত্তর কালিন্দপুরের অসাধারণ একটা জায়গা এই লেক। দুপুরের রোদের মধ্যে কায়াকিং করতে চাইলাম না। তাই কটেজে বসে নির্মল বাতাসে বিশ্রাম নিলাম কিছুক্ষণ। দুপুরের খাবারের অর্ডার করে রাখলাম ক্যাফেতে। এখানে আগে থেকে অর্ডার না করলে সাধারণত খাবার পাওয়া যায় না।
নির্মল পাহাড়ি নির্জনতায় কখনও কটেজে আবার কখনও হ্যামকে ঝুলে সময় কাটাতে লাগলাম। এক/দেড় ঘণ্টার মধ্যে খাবার রেডি। জুম চালের ভাত, ডাল, আলু ভর্তা আর মুরগির ঝাল ফ্রাই। লাঞ্চ সেরে আবার কিছুক্ষণের বিশ্রাম। একইসঙ্গে চলতে থাকলো ছবি তোলা। রঙিন পোশাক পরিহিত ৩ পাহাড়ি তরুণী কায়াকিং করছিলেন লেকে। তাদের ছবি তোলার লোভ সামলাতে পারলাম না। অনুমতি নিয়ে কিছু ছবি তুলে ফেললাম।
এরপর আমাদের কায়াকিং করার পালা। প্রতি ঘণ্টা ৩০০ টাকা করে টিকিট কেটে উঠে পরলাম রোমাঞ্চকর এ জলজানে। ওঠার আগে আমাদের লাইফ জ্যাকেট পরিয়ে দেয়া হলো। শুরু হলো স্বচ্ছ জলে কায়াক নিয়ে আমাদের অ্যাডভেঞ্চার। বৈঠা চালিয়ে ঘুরে ঘুরে দেখতে লাগলাম পুরো লেক। বিচ্ছিন্ন দ্বীপের মত কিছু স্থলভূমিও দেখতে পেলাম লেকের মাঝে। কায়াক নিয়ে লেকে ঘুরে বেড়াতে বেড়াতে কখন যে সন্ধ্যা হয়ে আসছে টেরই পাইনি। অনেক দূরে চলে গিয়েছিলাম আমরা। এমন সময় দেখি ঘাট থেকে একটা ইঞ্জিন চালিত বোট এসেছে আমাদের দ্রুত নিয়ে যেতে। জানা গেল, সন্ধ্যার পর লেকে থাকা নিরাপদ না। ইঞ্জিন চালিত বোটের সাথে আমাদের কায়াক বেঁধে নিয়ে গেল কায়াক স্ট্যান্ডে।
কায়াক স্ট্যান্ডে ফেরার পথে উপভোগ করলাম পাহাড় ঘেরা লেকে সন্ধ্যা নামার অপার্থিব দৃশ্য। দিগন্তে জমে থাকা মেঘের ফাঁক দিয়ে পড়ন্ত সূর্যের আলোছায়া এক মায়াবী জাল বিস্তার করে রেখেছিল চারপাশে। কায়াক স্ট্যান্ডে পৌঁছে দেখি আমাদের অটোরিকশার চালকও চলে এসেছেন। আলো থাকতে থাকতেই চলে আসার ব্যাপারে আমাদের সতর্ক করেছিলেন তিনি। সন্ধ্যের পরে নাকি পাহাড়ি হাতি চলে আসে এই অঞ্চলে। হাতির সামনে পরে গেলে যাবার আর কোনো উপায় থাকে না। যতক্ষণ হাতি ওই স্থান ত্যাগ না করে ততক্ষণ অপেক্ষা করতে হয়।
কিছুদিন আগেই নাকি হাতির আক্রমণে কয়েকজনের প্রাণহানি হয়। তবে আমি চাইছিলাম সামনে একপাল হাতি এসে হাজির হোক। এতে রোমাঞ্চকর এক অভিজ্ঞতার মধ্যে দিয়ে বুনো হাতি দেখার সৌভাগ্যও হয়ে যেত। কিন্তু ভাগ্য আমার সুপ্রসন্ন হলো না। অন্ধকারে পাহাড়ের মধ্যদিয়ে আঁকাবাঁকা রাস্তা ধরে শহরের দিকে যেতে যেতে ভাবলাম, লেকের জলে কায়াকিং-এর অভিজ্ঞতাও কম রোমাঞ্চকর ছিল না।
বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৮
এনএইচটি