শ্রীমঙ্গলে শুধু চা বাগানই নয় এখানে রয়েছে আরও নান্দনিক প্রাকৃতিক ঝর্ণা, রেইন ফরেস্ট, লেক, আদিবাসী সম্প্রদায়ের জীবনাচার, পাহাড়ীদের বসবাসের সংস্কৃতি। অনেকে হয়তো চা বাগান ঘুরে চলে যান।
এসব প্রতিষ্ঠানের মূখ্য উদ্দেশ্যে শ্রীমঙ্গল তথা মৌলভীবাজার জেলাকে দেশের পাশাপাশি সারা বিশ্বে তুলে ধরা। পর্যটন নগর হিসেবে শ্রীমঙ্গলেরও যে রয়েছে বৈচিত্রতা সেটাই তুলে ধরতে চান প্রতিষ্ঠান প্রধানরা।
শুক্রবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিনদিন ব্যাপী ৭তম এশিয়ান ট্যুরিজম ফেয়ারে ঐক্যবদ্ধভাবে অংশ নিয়েছে সাতটি প্রতিষ্ঠান। শ্রীমঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে ঐক্যবদ্ধ হয়েছে গ্রান্ড সুলতান রিসোর্ট, গ্রান্ড সেলিম, টি হ্যাভেন রিসোর্ট, লেমন গার্ডেন রিসোর্ট, কেআরটি টি টাউন, হোটেল স্কাইপার্ক, হেরিটেজ গেস্ট হাউজ প্রমুখ।
টি হ্যাভেন রিসোর্টের মালিক ও শ্রীমঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আবু সিদ্দিক মো. মুসা বাংলানিউজকে বলেন, আমরা প্রত্যেকেই চাই শ্রীমঙ্গলে মানুষ আসুক। শ্রীমঙ্গলকে ভালোবাসুক। আমাদের শ্রীমঙ্গল সবার মাঝে ছড়িয়ে পড়ুক।
শ্রীমঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য তাপস দাস বাংলানিউজকে বলেন, শ্রীমঙ্গলের সৌন্দর্য্য অনেকটাই অপ্রকাশিত। মানুষ শুধু চা বাগানই দেখতে যায় সেখানে যে আরও নান্দনিক সৌন্দার্যের স্পট রয়েছে সেগুলো অনেকটাই প্রচারের বাইরে। আমরা সাতটি প্রতিষ্ঠান ঐক্যবদ্ধ হয়েছি শ্রীমঙ্গলকে দেশ তথা বিশ্বে পরিচিত করাতে। আমরা চাই মানুষ জানুক শ্রীমঙ্গলকে এর মধ্য দিয়ে বিশ্বে পরিচিত হোক আমাদের শ্রীমঙ্গল।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
এসএম/আরআইএস/