ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ট্রাভেলার্স নোটবুক

বরিশালে ১১০ দিন পর নভোএয়ারের যাত্রা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, জুলাই ১২, ২০২০
বরিশালে ১১০ দিন পর নভোএয়ারের যাত্রা শুরু

ঢাকা: বৈশ্বিক মহামারি করোনায় ১১০ দিন পর বরিশাল বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা শুরু করেছে নভোএয়ার।

রোববার (১২ জুলাই) এ রুটে ফ্লাইট শুরু করে সংস্থাটি।

নভোএয়ার জানিয়েছে, রোববার বিকেল ৩টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্লেনটি উড্ডয়ন করে বরিশালে অবতরণ করে ৩টা ৫৫ মিনিটে।

পরে সেখান থেকে ৩৩ জন যাত্রী নিয়ে ৪টা ২৫ মিনিটে উড্ডয়ন করে ঢাকায় অবতরণ করে বিকেল ৫টা ১০ মিনিটে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে প্রতিদিন বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করবে নভোএয়ার। প্রতিদিন ঢাকা থেকে বিকেল ৩টা ১৫ মিনিটে ছেড়ে বিকেল ৩টা ৫৫ মিনিটে বরিশালে অবতরণ করবে। আবার বিকেল ৪টা ২৫ মিনিটে বরিশাল থেকে ছেড়ে ৫টা ৫ মিনিটে ঢাকায় অবতরণ করবে।  

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গত ২৪ মার্চ থেকে সরকার সাধারণ ছুটি ঘোষণা করে প্লেন চলাচল বন্ধ করে দেয় নভোএয়ার। সাধারণ ছুটির পর গত ১ জুন থেকে চট্টগ্রাম, সিলেট, সৈয়দপুর, যশোর বিমানবন্দর খুলে দিলেও স্বাস্থ্যসেবা নিশ্চিত না হওয়ায় বরিশাল, কক্সবাজার ও রাজশাহীতে ফ্লাইট চালু বন্ধ ছিলো। বরিশালে স্বাস্থ্যসেবা নিশ্চিত হওয়ায় ১২ জুলাই থেকে সেখানে ফ্লাইট চালুর অনুমতি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, জুলাই ১২, ২০২০
টিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।