বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে সিলেট মহানগর মুখ্য হাকিম আদালতের বিচারক সাইফুজ্জামান এ রায় দেন।
এছাড়া রায়ে হামলার শিকার সেনা কর্মকর্তাকে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সিলেট মহানগর ছাত্রলীগের কর্মী হাসান শাহরিয়ার রকি, সাফকাত হোসেন শুভ, কাজী মাকসুদ আহমদ, ভানুলাল দাশ, সাইদুল ইসলাম ও সমীরণ চৌধুরী সৌরভ।
দণ্ডপ্রাপ্তরা কারাগারে রয়েছেন। এদিকে খালাস পেয়েছেন ২ আসামি। তারা হলেন- নগরীর ২২নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান খান জুয়েল ও ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান পাভেল।
গত বছরের ৬ এপ্রিল রাতে নগরীর কেওয়াপাড়ার বাসায় ফিরছিলেন মেজর আজিজ। এ সময় তার ওপর হামলা করে ছুরিকাঘাত করে পালিয়ে যান ছাত্রলীগ নেতা-কর্মীরা।
এ ঘটনায় আহত মেজর আজিজ বাদী হয়ে সাত ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করেন।
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, জানুয়ারি ২০১৮, ২০১৮
এনইউ/এমএ